কলকাতা ব্যুরো: বলিউডের এক বাঙালি অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার টানা প্রায় আট ঘন্টা পুলিশি জেরার মুখে পড়তে হলো পরিচালক অনুরাগ কাশ্যপকে। দু’দিন আগেই ওই বাঙালি অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে মুম্বাইয়ের ভারসোভা থানা অনুরাগকে সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল। বৃহস্পতিবার বেলা দশটা নাগাদ অনুরাগ থানায় হাজির হন। তারপর প্রায় রাত আটটা পর্যন্ত একটানা চলে জিজ্ঞাসাবাদ।
সুশান্ত সিং রাজপুত মৃত্যু রহস্য নিয়ে সরগরম মুম্বাইয়ে বলিউডের মাদক যোগ নিয়ে জোর চর্চা চলছে। এরইমধ্যে কয়েকদিন আগেই কলকাতার ওই বাঙালি অভিনেত্রী অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে বোমা ফাটান। ২০১৩ সালে অনুরাগ তাকে ধর্ষণ এবং শ্লীলতাহানি করেন বলে অভিযোগ তোলেন তিনি। থানায় অভিযোগ করার পরেও পুলিশ প্রথমদিকে এ ব্যাপারে কাউকেই ডাকাডাকি করেনি। এর বিরুদ্ধে মুখ খোলেন অভিনেত্রী। তিনি বিচার পাওয়ার দাবিতে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। পরে তিনি হুঁশিয়ারি দেন আমরণ অনশনের।
তার অভিযোগ ছিল, অনুরাগ কাশ্যপ প্রবল প্রভাবশালী হওয়ায় পুলিশ তার অভিযোগের গুরুত্ব দিচ্ছে না। কিন্তু অভিনেত্রীর অনশনের হুঁশিয়ারি পরের দিনই পুলিশ সমন পাঠায় ওই অভিযুক্ত পরিচালককে। মুম্বাই পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের পাশাপাশি পুলিশ তথ্য প্রমাণ জোগাড় করছে। তারপরেই এই তদন্তের অগ্রগতি নিয়ে বলা যাবে।