সবার আগ্রহ কখনো এক হয় না। এমনকি একই পরিবারেও। কেউ ইস্টবেঙ্গল তো কেউ মোহনবাগান, কেউ বার্সিলোনা তো কেউ রিয়াল মাদ্রিদ, কেউ ক্রিকেট তো কেউ ফুটবল, কেউ আমিষ তো কেউ নিরামিষ, কারো পর্বত তো কারো সমুদ্র। খবর থেকে খাবার, ভ্রমণ থেকে শখ-আহ্লাদের ব্যাপারে আমাদের প্রত্যেকেরই নিজস্ব পছন্দ-অপছন্দ রয়েছে। আমাদের উদ্দেশ্য আপনাদের পছন্দ অনুযায়ী বিষয়গুলিকেই উপস্থাপন করা। আপাতত আমাদের সামর্থ সীমিত। কিন্তু প্রযুক্তি এবং ব্যক্তিগত যোগাযোগের বিশ্বব্যাপী নেটওয়ার্ককে ব্যবহার করে আমাদের কলকাতা ৩৬১° টিম আপনাদের তা পরিবেশন করতে বদ্ধ পরিকর। প্রয়োজনীয় খবর, বিনোদন তো থাকছেই, এর সঙ্গেই এখানে পাবেন ব্যতিক্রমী কিছু খবর। মন ভালো করা, সাহস জোগানোর মতো কিছু খবরও। আর সেখানেই ৩৬০ ছাড়িয়ে নামের সার্থকতা। এখানেই মিলবে আপনার রোজকার জীবনের নানা সমস্যা সমাধানের দিশাও…..
কলকাতা, জেলা,রাজ্য,দেশ, দুনিয়ার আপডেটেড খবরের পাশাপাশি আমরা তুলে ধরছি বিতর্কিত ইস্যুগুলিতে প্রাসঙ্গিক বিতর্কও। নিজেদের টিম ছাড়াও আমরা এ বিষয়গুলিতে সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞদের মতামত ও প্রকাশ করছি অতিথি কলামের মাধ্যমে। নিয়মিত বেশ কিছু ফিচার বিভাগও রয়েছে আমাদের। ভ্রমণ ( ঘুরে ট্যুরে) বিভাগে আমরা প্রকাশ করছি বাংলা তথা দেশের বেশ কিছু অফবিট পর্যটন কেন্দ্রকে। কিংবা অতি পরিচিত কোনো পর্যটন কেন্দ্রকে আমরা তুলে ধরছি নতুন আঙ্গিকে, সামগ্রিক প্রেক্ষাপটের নিরিখে। যা ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে।
খাবারের প্রতি দেশ, কাল নির্বিশেষে মানুষের আকর্ষণ প্রশ্নাতীত। সে কথা মাথায় রেখে আমরা চালু করেছি খানা খাজানা। বিভাগ।যাও যথেষ্ট প্রশংসিত হচ্ছে। এ ছাড়া নিয়মিত বিভাগগুলোর মধ্যে রয়েছে ‘ক্রাইম ডাযেরি’, ‘বাঁকা চোখে’,’ ‘ ওয়েব সিরিজ রিভিউ’, প্রবাসীর ডাযেরি’-র মতো সেগমেন্টগুলি। যা নিয়ে মানুষের আগ্রহ রয়েছে।তা সে সমাধান হওয়া বা না-হওয়া কোনো ক্রাইমই হোক কিংবা বিদেশে বসবাসকারী ভারতীয় বিশেষত কোনো বাঙালির অভিজ্ঞতা।
আমাদের উদ্দেশ্য, দেশ-দুনিয়ার পরিবর্তনের পাশাপাশি আমাদের বাংলার নিজস্ব কৃষ্টি, ঐতিহ্য ও উত্তরাধিকারকে তুলে ধরা। যদিও তা কেবল সাংস্কৃতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। পরিবর্তিত দুনিয়ায় নানা ধরণের কাজের সুযোগ তৈরি হয়েছে। প্রসারিত হয়েছে সে ধারণের কাজের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের সুযোগও। আমরা কেরিয়ার গাইড বিভাগে তেমন কোর্সগুলির কথা তুলে ধরছি আমাদের পাঠক এবং দর্শকদের উদ্দেশে।
প্রতিদিনের সোনা, রুপার দামের ওঠানামা আমরা যেমন দিচ্ছি, তেমনই দিচ্ছি শেযার মার্কেটের রোজকার উত্থান পতনের কথাও। শুধুমাত্র দিনের শেষের তাত্ত্বিক বা পরিসংখ্যানগত তথ্যই নয়, শেয়ার মার্কেট বিভাগে বলছি আগামীর দিশাও। তাদের প্রশ্নগুলির উত্তরও দিচ্ছি আমরা।আমাদের পাঠক এবং দর্শকদের জন্য অদূর ভবিষ্যতে আরো কিছু নতুন বিভাগ চালু করার পরিকল্পনা আমাদের রয়েছে। নাগরিক সমস্যা বা তাঁদের কথা তাদের লেখা বা ছবির মাধ্যমে তুলে ধরা উদ্যোগও
আমরা ইতিনধ্যেই নিয়েছি। সে বিষয়ে ভালোই সাড়া মিলতে শুরু করেছে।