কলকাতা ব্যুরো: সংক্রমণ বাড়া, কমার খেলার মধ্যে দেশে মৃতের সংখ্যা প্রায় এক লক্ষে পৌঁছে গেল শুক্রবার। দেশে এখন করোনায় মৃতের মোট সংখ্যা ৯৯,৯৭৩।
গত ২৪ ঘণ্টায় দেশ হারিয়েছে ১,০৯৫ জন নাগরিককে। এই সময়ে আক্রান্ত হয়েছেন ৮১,৪৮৪ জন এই সংখ্যা আগের দিনের চেয়ে কম। কিন্তু অনেক কমে গিয়েছে একদিনে সংক্রমণ মুক্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্তি ঘটেছে ৭৮,৮৭৭ জনের। সংক্রমণ থেকে কম এই মুক্তের সংখ্যা।
সুস্থতার হার এখন ৮৩.৭। কমলেও টানা ৫৭ দিন দৈনিক সংক্রমণে বিশ্বে এক নম্বরে রয়েই গিয়েছে ভারত। দেশে মোট করোনি আক্রান্তের সংখ্যা এখন ৬৩, ৯৪,০৬৯। মোট সংক্রমণ মুক্ত ৫৩,৫২,০৭৮।