কলকাতা ব্যুরো: দীর্ঘ লক ডাউনের পর সাধারণের জন্য আজ থেকেই খুললো আলিপুর চিড়িয়াখানা। তা খোলা থাকবে সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত। তবে কঠোরভাবে মানতে হবে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য সুরক্ষা বিধি। আলিপুর চিড়িয়াখানা সূত্রে একথা জানা গিয়েছে।
অনলাইনে টিকিট কাটতেই দর্শকদের কাছে আবেদন করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। প্রবেশ করতে হবে সানিটাইজার চ্যানেলের মধ্যে দিয়ে। মাস্কের ব্যবহার বাধ্যতামূলক।সঙ্গে মাস্ক না থাকলে কিনতে হবে বাইরে থেকে। মানতে হবে সামাজিক সুরক্ষা বিধি। দুজন দর্শকের মধ্যে রাখতে হবে অন্তত ছয় ফুটের দূরত্ব। সংক্রমণ এড়াতে কোনো ব্যারিকেড না ছুঁতে বলা হয়েছে দর্শকদের।