কলকাতা ব্যুরো: এক বছরের মধ্যেই ভেঙে পড়া মাঝেরহাট ব্রিজ চালুর কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। যদিও রাজ্য ও রেলের মধ্যে মতপার্থক্যর কারণে একাধিকবার থমকে গিয়েছে ওই সেতু নির্মাণের কাজ। এখন পুজোর আগেই ওই সেতু নির্মাণের কাজ শেষ করতে রাজ্যের পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে কাজ চলছে দ্রুত গতিতে।
লক ডাউনে বন্ধ শিয়ালদা ও বজবজের মধ্যে রেল চলাচল। সে কারণেই দ্রুত গতিতে কাজ করা গিয়েছে বলে জানা গিয়েছে। চার লেনের ওই সেতু হবে ৭০০ মিটার। তার ভার বহন ক্ষমতা হবে ৩৫০ টন। দেখতে হবে অনেকটা বিদ্যাসাগর সেতুর মতো।
২০১৮ সালের সেপ্টেম্বরে ভেঙে পড়ে মাঝেরহাট সেতু। তারপর থেকেই নিত্য দুর্ভোগ চলছে বেহালা, নিউ আলিপুর, মাঝেরহাট সহ দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায়। এই সেতু চালু হলে ওই এলাকাগুলোর যান চলাচল আগের মতোই স্বাভাবিক হবে বলে আশা।