মেষ রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। ছাত্র-ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে অহেতুক মতভেদ হতে পারে। পতি বা পত্নীর স্বাস্থ্যভঙ্গ হওয়ায় দাম্পত্য জীবনে সুখ-শান্তি হ্রাস পাবে। আপনার সন্তান-সন্ততির সময়টা সাফল্যপ্রদায়ী নয়। পেশাজীবীদের সময়টা মধ্যম মানের কাটবে। চাকুরীজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার ধীরে-ধীরে বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার আশানুরূপ হবে না। ব্যয় বৃদ্ধি পাওয়ায় আর্থিক সঞ্চয় করতে বাধাঁ আসবে। পারিবারিক কোনো সমস্যা আপনার মানসিক কষ্টের কারণ হবে। সপ্তাহের শুরুর দিকের সময়টা আপনাদের খুব একটা ভালো কাটবে না; এই সময় বিশেষ কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। ধর্মাচরণে আগ্রহ বৃদ্ধি পাবে।
বৃষ রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য মধ্যম মানের থাকবে; শ্বাসজনিত রোগ, বাতজ বেদনা ইত্যাদি কষ্ট দিতে পারে। বিদ্যার্থীদের পড়াশোনায় সফলতার হার হ্রাস পাবে। প্রেম সম্বন্ধে আবদ্ধ জাতক-জাতিকাদের নিজেদের মধ্যে অহেতুক মনোমালিন্য হতে পারে। দাম্পত্য জীবনে সমস্যা বৃদ্ধি পাবে। আপনার সন্তান-সন্ততির স্বাস্থ্যভঙ্গ হতে পারে। ব্যবসায়ীদের সময়টা খুব একটা সাফল্যপ্রদায়ী নয়। চাকুরীজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বজায় থাকবে। পেশামূলক কর্মজীবীদের সময়টা আশানুরূপ কাটবে না। বিবাহাকাঙ্খী জাতক-জাতিকাদের জন্য বিবাহ বিষয়ে শুভ সংবাদ আসতে পারে। সাংসারিক অশান্তি থেকে দূরে থাকার চেষ্টা করবেন। পিতা বা পিতৃস্থানীয় কারোর স্বাস্থ্যভঙ্গ হতে পারে।
মিথুন রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। বিদ্যার্থীদের সময়টা খুব একটা অনুকূল কাটবে না। প্রেম সম্বন্ধে আবদ্ধ জাতক-জাতিকাদের সময়টা মধ্যম মানের কাটবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বজায় থাকবে। চাকুরীজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার মধ্যম মানের। পেশাজীবীদের সময়টা বেশ ভালো কাটবে। কর্মস্থানে কোনরকম ষড়যন্ত্রের শিকার হতে পারেন সচেতনতা প্রয়োজন। আর্থিক সঞ্চয় করতে পারবেন। সপ্তাহের মধ্যভাগে দীর্ঘদিনের কোন মনের ইচ্ছা পূর্ণ হতে পারে। কাছে-দূরে ভ্রমণের সুযোগ আসবে। মানসিক উদ্বেগ-চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। কর্মহীন জাতক-জাতিকাদের চেষ্টা অনুসারে নতুন কর্মলাভের বিষয়ে শুভ যোগাযোগ আসতে পারে।
কর্কট রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য বেশ ভালো থাকবে। ছাত্র-ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে উন্নতি সফলতার হার মধ্যম মানের। প্রেমিক-প্রেমিকাদের সময়টা বেশ ভালো কাটবে; ছোটখাটো অশান্তি নিজেরাই মিটিয়ে নিতে পারবেন। দাম্পত্য জীবনে সুখ-শান্তি মধ্যম মানের। আপনার সন্তান-সন্ততির জন্য চিন্তা-উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। চাকুরিজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। পেশামূলক কর্মজীবীদের সময়টা মধ্যম মানের কাটবে। আর্থিক সঞ্চয়ে বাধাঁ আসবে। কাজের চাপ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেবেন। নতুন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে এই সময় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। রাস্তাঘাটে চলাফেরায় বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের সামাজিক সম্মান বৃদ্ধি পাবে এবং পুণ্য সঞ্চয়ে মন আকৃষ্ট হবে।
সিংহ রাশি: আপনাদের শারীরিক সুস্থতার হার ধীরে-ধীরে বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের পড়াশোনায় উন্নতি সফলতার হার মধ্যম মানের। প্রেম সম্বন্ধে আবদ্ধ জাতক-জাতিকাদের সময়টা অত্যন্ত আনন্দপ্রদায়ী; একে অপরের সহযোগিতায় উন্নতি হবে। পতি বা পত্নীর স্বাস্থ্যভঙ্গ হতে পারে। পেশামূলক কর্মজীবীদের সময়টা খুব একটা সাফল্যপ্রদ নয়। চাকুরিজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বজায় থাকবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার ধীরে-ধীরে বৃদ্ধি পাবে। ব্যবসায় বিনিয়োগ বুঝে-শুনে করবেন। কর্মস্থানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা কোনরকম সমস্যায় পড়তে পারেন সচেতনতা প্রয়োজন। গুপ্তশত্রু আপনার অনিষ্ট করতে পারে সাবধানতা অবলম্বন করবেন। ছোটখাটো দুর্ঘটনা থেকে সাবধানতা অবলম্বন করবেন। কোন সিদ্ধান্ত নিতে গিয়ে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ অবশ্যই নেবেন। সপ্তাহের শুরুর দিকে মানসিক শান্তির অভাব অনুভব করবেন।
কন্যা রাশি: আপনাদের শারীরিক সুস্থতার হার বজায় থাকবে। বিদ্যার্থীদের সময়টা অত্যন্ত সাফল্যপ্রদায়ী। প্রেম সম্বন্ধে আবদ্ধ জাতক-জাতিকাদের সময়টা বেশ ভালো কাটবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি মধ্যম মানের। আপনার সন্তান-সন্ততির স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেবেন। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। পেশাজীবীদের সময়টা অত্যন্ত সাফল্যপ্রদ। চাকুরীজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার হ্রাস পাবে। খরচ বৃদ্ধি পাওয়ায় আর্থিক সঞ্চয় তেমন হবে না এবং আর্থিক লেনদেনে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। কাছে-দূরে ভ্রমণের সুযোগ আসবে। সপ্তাহের শেষভাগের সময়ে বিশেষ কাজকর্ম এড়িয়ে যাওয়াই শ্রেয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানে মন আকৃষ্ট হবে। পরিবার-বন্ধুবর্গের সাথে আনন্দের মুহূর্ত কাটবে। সপ্তাহের মধ্যভাগের পরের সময়ে মানসিক চঞ্চলতা-উদ্বেগ বৃদ্ধি পেতে পারে।
তুলা রাশি: আপনাদের শারীরিক সুস্থতার হার বজায় থাকবে। বিদ্যার্থীদের পড়াশোনায় উন্নতি সফলতার হার মধ্যম মানের। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে অহেতুক মনোমালিন্য ঝগড়া-বিবাদ হতে পারে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। আপনার সন্তান-সন্ততির কারণে চিন্তা-উদ্বেগ বৃদ্ধি পাবে এবং তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেবেন। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। চাকুরীজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। পেশাজীবীদের সময়টা খুব একটা সাফল্যজনক নয়। সাংসারিক খরচ বৃদ্ধি পাওয়ায় আর্থিক সঞ্চয় হবে না। গুপ্তশত্রুতা বৃদ্ধি পাবে। কোন ভুল সিদ্ধান্তের কারণে আপনার চিন্তা-উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। সপ্তাহের শেষ ভাগের সময়ে চোট-আঘাত, দুর্ঘটনা থেকে সাবধানতা অবলম্বন করবেন। নিজের রাগ-উত্তেজনাকে নিয়ন্ত্রণ করুন।
বৃশ্চিক রাশি: আপনাদের শারীরিক সুস্থতার হার হ্রাস পাবে; পুরনো রোগ-ভোগ বৃদ্ধি পেতে পারে। বিদ্যার্থীদের সময়টা খুব একটা সাফল্যপ্রদায়ী নয়। প্রেমিক-প্রেমিকাদের সময়টা খুব একটা ভালো কাটবে না; সম্পর্কের কারণে পারিবারিক অশান্তি হতে পারে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বৃদ্ধি পাবে। আপনার সন্তান-সন্ততির সময়টা সাফল্যপ্রদায়ী। চাকুরীজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বজায় থাকবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার আশানুরূপ হবে; ব্যবসা বৃদ্ধির সুযোগ আসবে। পেশাজীবিদের সময়টা বেশ ভালো কাটবে। খরচ নিয়ন্ত্রণ করলে আর্থিক সঞ্চয় হবে। মাতা বা মাতৃস্থানিয়া কারোর হঠাৎ স্বাস্থ্যভঙ্গ হতে পারে। প্রতিবেশীদের সাথে বুঝে-শুনে মেলামেশা করাই ভালো। সপ্তাহের মধ্যভাগের পরের সময়টা আপনাদের খুব একটা ভালো কাটবে না; এই সময় বিশেষ কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো।
ধনু রাশি: আপনাদের শারীরিক সুস্থতার হার মধ্যম মানের থাকবে। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে বিবিধ বাধাঁর সম্মুখীন হতে হবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা বেশ ভালো কাটবে; একে অপরের সহযোগিতায় উন্নতি হবে। দাম্পত্য সুখে বাধাঁ আসবে। আপনার সন্তান-সন্ততির উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বজায় থাকবে। পেশাজীবীদের সময়টা মধ্যম মানের কাটবে। চাকুরীজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বেশ ভালো। অহেতুক অর্থক্ষয় হতে পারে। কর্মস্থানে গুপ্তশত্রুতা বৃদ্ধি পাবে। আত্মীয়-বন্ধুর কারণে নিজে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন সচেতনতা প্রয়োজন। সপ্তাহের শুরুর দিকের সময়টা আপনাদের খুব একটা ভালো কাটবে না; এই সময় মানসিক অশান্তি, উটকো ঝামেলা, সাংসারিক সমস্যা ইত্যাদিতে জড়িয়ে পড়তে পারেন।
মকর রাশি: আপনাদের শারীরিক সুস্থতার হার হ্রাস পাবে। ছাত্র-ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে উন্নতি সফলতার হার বেশ ভালো। প্রেমিক-প্রেমিকাদের সময়টা অত্যন্ত আনন্দপ্রদ। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বৃদ্ধি পাবে। আপনার সন্তান-সন্ততির উন্নতি সফলতা আপনার সুখের কারণ হবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। পেশাজীবীদের সময়টা বেশ ভালো কাটবে। চাকুরীজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বজায় থাকবে। বাকসংযম করুন; অনেক সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। নিঃসঙ্গ জাতক-জাতিকার জীবনে নতুন সম্পর্ক আসতে পারে। আধ্যাত্মিক বিষয়ে মন আকৃষ্ট হবে। গুরুজন-প্রিয়জনের শারীরিক ক্লেশ বৃদ্ধি পেতে পারে। ভোগবিলাসিতা বৃদ্ধি পাওয়ায় আর্থিক সঞ্চয় তেমন হবে না। সপ্তাহের শেষভাগে নতুন কাজকর্ম শুরু করতে গিয়ে কিছু প্রতিকূলতা আসবে এবং মানসিক উদ্বেগ-দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে।
কুম্ভ রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য মধ্যম মানের থাকবে; নিয়মিত দিনচর্যা শারীরিক সুস্থতার হার বৃদ্ধিতে সহায়ক হবে। ছাত্র-ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে উন্নতি সফলতার হার বজায় থাকবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা খুব একটা ভালো কাটবে না; অহেতুক মনোমালিন্য হতে পারে। দাম্পত্য জীবনে সুখ-শান্তির অভাব হবে। আপনার সন্তান-সন্ততির সময়টা খুব একটা অনুকূল কাটবে না। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার মধ্যম মানের। পেশাজীবীদের সময়টা বেশ ভালো কাটবে। চাকুরিজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার আশানুরূপ নয়। কর্মস্থানে কাজের চাপ অত্যন্ত বৃদ্ধি পাবে। মানসিক ভয়-দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ করুন। আপনারা পারিবারিক শান্তির অভাব অনুভব করবেন। নতুন কাজকর্ম শুরু করতে গিয়ে কিছু প্রতিকূলতার সম্মুখীন হতে হবে সচেতনতা প্রয়োজন।
মীন রাশি: আপনাদের শারীরিক সুস্থতার হার মধ্যম মানের থাকবে। ছাত্র-ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে উন্নতি সফলতার হার মধ্যম মানের। প্রেমিক-প্রেমিকাদের সময়টা অত্যন্ত ভালো কাটবে; একে অপরের সহযোগিতায় উন্নতি হবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি মধ্যম মানের। আপনার সন্তান-সন্ততির উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। চাকুরিজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার বজায় থাকবে। পেশাজীবীদের সময়টা অত্যন্ত ভালো কাটবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার মধ্যম মানের; এই সময়ে ব্যবসায় বিনিয়োগ বুঝে-শুনে করবেন। কর্মস্থান পরিবর্তন করার সুযোগ আসতে পারে। গুরুজন-প্রিয়জনের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। আর্থিক ব্যয় নিয়ন্ত্রণ করে সঞ্চয়মুখী হওয়ার চেষ্টা করুন। কোনো বিষয়ে হঠকারী সিদ্ধান্ত নেবেন না। ধর্মাচরণে মানসিক শান্তি বজায় থাকবে।