কলকাতা ব্যুরো: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আয়কর দিয়েছেন মাত্র৭৫০ মার্কিন ডলার। তাও ২০১৫-১৬ অর্থবর্ষে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ওই তথ্যই ট্রাম্প দাখিল করেছিলেন বলে অভিযোগ।পরবর্তী বছরগুলোতে তাঁর আয়করের পরিমান শুন্য।
এই তথ্য সামনে আসার পরই শোরগোল শুরু হয়ে যায়। ডোনাল্ড ট্রাম্প অবশ্য এই অভিযোগ অস্বীকার করেন।তিনি বলেন, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। নভেম্বরেই মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে বিষয়টি আলোচনায় এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।