কলকাতা ব্যুরো: শপিং মল তৈরি হওয়া থেকে একটুর জন্য বেঁচে গেল রাজ কাপুর এবং দিলীপ কুমারের জন্মভিটে। পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশে এই দুই বলিউড অভিনেতার বাড়ি সংগ্রহশালা হিসেবে গড়ে তুলতে চায় সেদেশের প্রশাসন। তাই দুটি বাড়ি সরকার কিনে নেওয়ার জন্য অর্থ বরাদ্দ করেছে। খাইবার পাখতুন প্রদেশের মধ্যে পেশোয়ারের ডেপুটি কমিশনার লিখিতভাবে এ ব্যাপারে প্রশাসনের কাছে অর্থ বরাদ্দের কথা জানিয়েছেন।
পেশোয়ারের অভিজাত ব্যাবসা এলাকার মধ্যেই কাপুর হাভেলি এখনো সকলের নজর কাড়ে। কৈশ্বা খাওয়ানি বাজার এলাকায় হাজার ১৯১৮ সাল থেকে ১৯২২ সালের মধ্যে এই বাড়ি তৈরি করেছিলেন দেওয়ান বিশ্বেশ্বর নাথ কাপুর। যিনি ছিলেন রাজ কাপুরের দাদু। এই বাড়িতেই জন্মেছিলেন রাজ কাপুর ও তার কাকা তিলক কাপুর । এই বাড়িটি এখন এক ব্যক্তির হেফাজতে রয়েছে। সেখানে শপিং মল করা হবে বলে এই বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারপরেই প্রশাসন বাড়িটি সংরক্ষন করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়।
আবার প্রায় একই এলাকায় বাড়ি ছিল দিলীপ কুমারের। সেই বাড়িটি ন্যাশনাল হেরিটেজ হিসেবে রাখার জন্য ২০১৪ সালে ঘোষণা করেছিল নওয়াজ শরিফ সরকার। সেই বাড়িটি এবার কিনে নিচ্ছে পেশোয়ার প্রশাসন ফলে বলিউডের দুই নক্ষত্রের জন্ম ভিটে পাকিস্থানে আগামী দিনে দ্রষ্টব্য হিসেবে জায়গা পাবে সীমান্তের বেড়াজাল ভেঙে দেশের মানুষের জন্য।