মেষ রাশি: আপনাদের শারীরিক সুস্থতার হার ধীরে-ধীরে বৃদ্ধি পাবে। ছাত্র-ছাত্রীদের শিক্ষাস্থানে উন্নতি সফলতার হার বজায় থাকবে। প্রেম সম্পর্কে আবদ্ধ জাতক-জাতিকাদের সময়টা অত্যন্ত আনন্দপ্রদায়ী। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বৃদ্ধি পাবে। চাকুরীজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার মধ্যম মানের। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বজায় থাকবে। আর্থিক সঞ্চয় করতে পারবেন। নিজের রাগ-উত্তেজনাকে নিয়ন্ত্রণ করুন। সপ্তাহের শেষভাগের সময়ে মানসিক উদ্বেগ-দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। এই সপ্তাহে নতুন সম্পর্কে আবদ্ধ হতে পারেন। কর্মপ্রার্থীদের চেষ্টা অনুসারে নতুন কর্ম বিষয়ে শুভ যোগাযোগ হবে। পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে। গুরুজন-প্রিয়জনের সাথে সদ্ভাব বজায় থাকবে।
বৃষ রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য ভালো থাকবে। শিক্ষার্থীদের পড়াশোনায় উন্নতি সফলতার হার বজায় থাকবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা অত্যন্ত ভালো কাটবে; একে অপরের সহযোগিতায় উন্নতি হবে। পতি-পত্নীর মধ্যে ছোটখাটো বিবাদ হতে পারে। আপনার সন্তান-সন্ততির সময়টা অত্যন্ত ভালো কাটবে। চাকুরীজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার মধ্যম মানের। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বজায় থাকবে। সাংসারিক খরচ বৃদ্ধি পাওয়ায় আর্থিক সঞ্চয় তেমন হবে না। আপনাদের সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। সপ্তাহের শুরুর দিকের সময়টায় ছোটখাটো চোট-আঘাত, দুর্ঘটনা থেকে সাবধানতা অবলম্বন করবেন এবং বিভিন্ন বিষয়ে মানসিক উদ্বেগ-দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। বন্ধুস্থান থেকে কোনরকম সমস্যার সম্মুখীন হতে পারেন সচেতনতা প্রয়োজন।
মিথুন রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য বেশ ভালো থাকবে। বিদ্যার্থীদের পড়াশোনায় চেষ্টা অনুসারে সফলতা আসবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা অত্যন্ত আনন্দজনক। দাম্পত্য জীবনে সুখ-শান্তি মধ্যম মানের। আপনার সন্তান-সন্ততির উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বজায় থাকবে। চাকুরীজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে । কর্মস্থানে কোনো রকম বাগ-বিতন্ডায় জড়াবেন না; নচেৎ সমস্যায় পড়বেন। সপ্তাহের শেষভাগের সময়টা আপনাদের খুব একটা ভালো কাটবে না; উটকো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। গুরুজন বা পিতা-মাতার স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেবেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ পেয়ে যেতে পারেন। পারিবারিক শান্তির অভাব অনুভব করবেন। ধর্মাচরণে মন আকৃষ্ট হবে।
কর্কট রাশি: আপনাদের শারীরিক সুস্থতার হার বৃদ্ধি পাবে। ছাত্র-ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে উন্নতি সফলতার হার আশানুরূপ নয়। প্রেমিক-প্রেমিকাদের সময়টা আনন্দপ্রদায়ী। দাম্পত্য জীবনে সুখ-শান্তি হ্রাস পাবে। আপনার সন্তান-সন্ততির সময়টা ভালো কাটবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বজায় থাকবে; তবে অংশীদারী ব্যবসায়ীদের কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। চাকুরীজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে; তবে কর্মস্থানকে কেন্দ্র করে চিন্তা-উদ্বেগ লেগেই থাকবে। পরিবারের সদস্যদের সাথে বাকবিতায় জড়িয়ে পড়তে পারেন সচেতনতা প্রয়োজন। নিজের দোষে বিপদের সম্মুখীন হবেন তাই যে কোন সিদ্ধান্ত বুঝে-শুনে নেবেন। বাকসংযম করুন। আর্থিক সঞ্চয়ে মনোনিবেশ করুন।
সিংহ রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য ভালো থাকবে। ছাত্র-ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। প্রেম সম্পর্কে আবদ্ধ জাতক-জাতিকাদের সময়টা বেশ ভালো কাটবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি হ্রাস পাবে। আপনার সন্তান-সন্ততির উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। চাকুরীজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের চেষ্টা অনুসারে আর্থিক স্বাচ্ছন্দ্য লাভে বাঁধা আসবে। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। সপ্তাহের মধ্যভাগের পরের সময়টা আপনাদের খুব একটা ভালো কাটবে না; কিছু প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। গুপ্তশত্রু আপনার জীবনে ঋণাত্মক প্রভাব ফেলবে সচেতনতা প্রয়োজন। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে মন আকৃষ্ট হবে। ব্যয় বৃদ্ধি পাবে; আর্থিক সঞ্চয় তেমন হবে না।
কন্যা রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য বেশ ভালো থাকবে। ছাত্র-ছাত্রীদেরদের পড়াশোনায় উন্নতি সফলতার হার বজায় থাকবে। প্রেম সম্পর্কে আবদ্ধ জাতক-জাতিকাদের সময়টা মধ্যম মানের কাটবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি মধ্যম মানের। আপনার সন্তান-সন্ততির স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেবেন। চাকুরীজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার মধ্যম মানের। আত্মীয়-বন্ধুর সাথে কাছে-দূরে ভ্রমণ হতে পারে। একাধিক পথে আয়ের পথ প্রশস্ত হতে পারে। বিলাসিতা বৃদ্ধি পাওয়া আর্থিক সঞ্চয় তেমন হবে না। আপনাদের সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। কথাবার্তায় সংযম থাকলে অনেক সমস্যা এড়িয়ে যেতে পারবেন। নিঃসঙ্গ জাতক-জাতিকাদের জীবনে নতুন সম্পর্ক আসতে পারে।
তুলা রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য ভালো থাকবে। ছাত্র-ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা মধ্যম মানের কাটবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তির অভাব হবে। আপনার সন্তান-সন্ততির জন্য চিন্তা-খরচ বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার আশানুরূপ নয়। চাকুরীজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের কোন অসফল কাজে সফলতা পেতে পারেন। গুরুজন-প্রিয়জনের সাথে বাকবিতন্ডা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সপ্তাহে বিশেষ কাজকর্ম এড়িয়ে যাবেন; নচেৎ যে কোন কাজই বিশেষ সাবধানতার সঙ্গে করবেন। গুপ্তশত্রুতা বৃদ্ধি পেতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ হবে। পিতা-মাতা বা গুরুজন-প্রিয়জনের স্বাস্থ্য চিন্তার কারণ হতে পারে।
বৃশ্চিক রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য ভালো থাকবে। শিক্ষার্থীদের পড়াশোনায় উন্নতি সফলতার হার মধ্যম মানের। প্রেমিক-প্রেমিকাদের সময়টা বেশ ভালো কাটবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। আপনার সন্তান-সন্ততির জন্য সময়টা খুব অনুকূল নয়। চাকুরীজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। আর্থিক সঞ্চয় করতে পারবেন। মানসিক উদ্বেগ-দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। গুরুজন বা পিতা-মাতার সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন। পারিবারিক কোনো ছোট বাদ-বিবাদ বড় আকার ধারণ করতে পারে সচেতনতা প্রয়োজন। ধর্মাচরণের শুভ হবে। রাস্তাঘাটে চলাফেরায় বিশেষ সাবধানতা প্রয়োজন।
ধনু রাশি: আপনাদের শারীরিক সুস্থতার হার হ্রাস পাবে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় চেষ্টা অনুসারে সফলতা আসবে না। প্রেমিক-প্রেমিকাদের সময়টা খুব একটা ভালো কাটবে না। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। আপনার সন্তান-সন্ততির জন্য চিন্তা উদ্বেগ বৃদ্ধি পাবে। চাকুরিজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বজায় থাকবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার আশানুরূপ। এই সপ্তাহে আপনাদের জন্য কোন ঋণাত্মক খবর আসতে পারে। নিজের ভুল সিদ্ধান্তের কারণে অর্থক্ষতির সম্মুখীন হবেন। পিতা বা পিতৃস্থানীয় কারোর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেবেন। নিজের রাগ-উত্তেজনাকে নিয়ন্ত্রণ করুন। নতুন সম্পর্কে যুক্ত হতে গিয়ে খুব ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেবেন। বিপরীত লিঙ্গের বন্ধু-বান্ধবীর তরফ থেকে অপবাদ জুটতে পারে সচেতনতা প্রয়োজন।
মকর রাশি: আপনাদের শারীরিক সুস্থতার হার হ্রাস পাবে। বিদ্যার্থীদের সময়টা খুব একটা অনুকূল কাটবে না। প্রেম সম্পর্কে আবদ্ধ জাতক-জাতিকাদের সময়টা আনন্দপ্রদ। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। আপনার সন্তান-সন্ততির উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার মধ্যম মানের। চাকুরীজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে; তবে কর্মস্থানে আপনারা শত্রুতার শিকার হতে পারেন। পেশাগত কারণে পুরস্কৃত হতে পারেন। ভোগবিলাসিতা বৃদ্ধি পাবে। আর্থিক সঞ্চয় তেমন হবে না। বন্ধুস্থান থেকে কিছু সমস্যা আসতে পারে। মানসিক সুখ-শান্তির অভাব অনুভব করবেন। নিজের দোষে পারিবারিক বিবাদ অনেক দূর এগোতে পারে সচেতনতা প্রয়োজন।
কুম্ভ রাশি: আপনাদের শারীরিক সুস্থতার হার হ্রাস পাবে। ছাত্র-ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা বেশ ভালো কাটবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বৃদ্ধি পাবে। আপনার সন্তান-সন্ততির উন্নতি সফলতার হার আপনার সুখের কারণ হবে। ব্যবসায়ীদের উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। চাকুরীজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। আর্থিক সঞ্চয় করতে পারবেন। কর্মসূত্রে দূরভ্রমণ হতে পারে। সপ্তাহের শুরুর দিকের সময়টা আপনাদের খুব একটা ভালো কাটবে না; এই সময় যেকোন সিদ্ধান্ত বুঝে-শুনে নেবেন। আত্মীয়-বন্ধুমহল থেকে শোক সংবাদ আসতে পারে। বিপরীত লিঙ্গের বন্ধু-বান্ধবীর কারণে অপবাদ জুটতে পারে সর্তকতা প্রয়োজন।
মীন রাশি: আপনারা শারীরিক সুস্থতার অভাব অনুভব করবেন। বিদ্যার্থীদের পড়াশোনায় উন্নতি সফলতার হার ধীরে-ধীরে বৃদ্ধি পাবে। প্রেম সম্পর্কে আবদ্ধ জাতক-জাতিকাদের সময়টা অত্যন্ত আনন্দপ্রদ। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। আপনার সন্তান-সন্ততির উন্নতি সফলতা হার বৃদ্ধি পাবে। চাকুরীজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। আর্থিক সঞ্চয় করতে পারবেন। সপ্তাহের শেষভাগের সময়টা আপনাদের খুব একটা ভালো কাটবে না; কিছু প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন এবং অহেতুক মানসিক উদ্বেগ-দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। রাস্তাঘাটে চলাফেরায় সাবধানতা প্রয়োজন। বাকসংযম করুন; পারিবারিক অশান্তি থেকে দূরে থাকতে পারবেন। নতুন সম্পত্তি বিষয়ে শুভ যোগাযোগ আসতে পারে। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে শুভ হবে।