কলকাতা ব্যুরো: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রবিবার তিনটি কৃষি সংক্রান্ত বিলে অনুমোদন দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টের দায়ের হল বিলের বিরুদ্ধে মামলা। কেরালার কংগ্রেস সাংসদ টি এন প্রতাপ সোমবার এগ্রিকালচার বিল এবং নতুন আইনকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন দেশের সর্বোচ্চ আদালতে। যে তিনটি বিল অনুমোদন দেওয়া হয়েছে, তাতে কৃষকদের অধিকার লঙ্ঘিত হবে বলে অভিযোগ তুলেছেন মামলাকারী। একইসঙ্গে কৃষি রাজ্য এবং কেন্দ্রের উভয়ের অধিকার থাকা সত্বেও সেখানে কেন্দ্র একা সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে মামলায়। কৃষি ক্ষেত্রে সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলেও মামলায় দাবি করা হয়েছে।
ইতিমধ্যেই পাঞ্জাব, হরিয়ানার মতো রাজ্যে ব্যাপক আন্দোলন শুরু হয়েছে এই বিল কে ঘিরে। ইতিমধ্যে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এই বিল চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। তারই মধ্যে সোমবার প্রথম মামলাটি দায়ের হয়ে গেল দেশের শীর্ষ আদালতে।