কলকাতা ব্যুরো: উত্তরবঙ্গের বৃষ্টিতে গত কয়েক দিনে জল বাড়তে শুরু করেছিল দক্ষিণ দিনাজপুরের আত্রেয়ী নদীতে। তবে শুধু আত্রেয়ী নয়, জল বেড়েছে জেলার আরো দুই নদী পুনর্ভবা, টাঙ্গনেও। এর ফলে ওই নদীগুলোর পার্শ্ববর্তী বহু এলাকা প্লাবিত হয়ে গিয়েছে। নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যত্র সরে যাচ্ছেন বহু মানুষ। আত্রেয়ীর জল বাড়ায় ইতিমধ্যেই প্লাবিত হয়েছে হালদারপাড়া, আত্রেয়ী কলোনি এলাকাগুলো। প্রায় ২০০ পরিবার পরেছেন চরম বিপদে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁধ তৈরি এবং মেরামতির কাজ শুরু হয়েছে। অন্যদিকে পুনর্ভবার জলও ছয় ইঞ্চি ওপর দিয়ে বইছে। এর ফলে বিপদে পড়েছে অন্তত ৬০০ পরিবার। তাদের অনেকেই সরে যাচ্ছেন নিরাপদ জায়গায়। জেলার অন্যান্য নদীগুলোর জলও বেড়েছে।