কলকাতা ব্যুরো: রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। বাড়ছে মাওবাদী কার্যকলাপ। এই পরিস্থিতিতে সংবিধানের ১৫৪ নম্বর ধারা প্রয়োগের হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। সোমবারই একথা বলেন তিনি। সংবিধানের ওই ধারায় প্রয়োগে রাজ্যের শাসন ক্ষমতা রাজ্যপালের ওপর ন্যস্ত হয়।
রাজ্যের আইনশৃঙ্খলা প্রশ্নে বারেবারেই অসন্তোষ প্রকাশ করেছেন ধনকর। সরাসরি রাজ্য পুলিশের ডিজিকে ডেকে পাঠিয়ে সেই বিষয়ে খোঁজ খবর নেন তিনি। যা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নয় পাতার দীর্ঘ চিঠি লিখে তিনি রাজ্যপালের ক্ষমতা ব্রিটেনের রাজার মতো বলেও উল্লেখ করেন।
চিঠিতে মমতা সংবিধানের ১৬৩ এবং ১৬৭ নম্বর ধারার ও উল্লেখ করেন। এদিন রাজ্যপাল ফের আইনশৃঙ্খলার প্রশ্নে ফের রাজ্য সরকারের প্রবল সমালোচনা করেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। মাওবাদী কার্যকলাপ বাড়ছে। আমি আশা করবো, মুখ্যমন্ত্রী রাজনৈতিক নিরপেক্ষতার পরিচয় দেবেন। উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন। এই প্রশ্নেই তিনি প্রয়োজনে সংবিধানের ১৫৪ ধারা প্রয়োগের হুঁশিয়ারি দেন।