কলকাতা ব্যুরো : ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের বিশিষ্ট শিল্পী পন্ডিত যশরাজ সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। প্রায় আট দশক ধরে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের নক্ষত্র ছিলেন পন্ডিতজি। পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণ সন্মান পান তিনি। মেওয়াটি ঘরানার গায়ক ছিলেন তিনি। মেওয়াটি ঘরানাকে প্রসিদ্ধ করেছিলেন তিনি। তাঁর মৃত্যুতে সঙ্গীত জগতে এক বিরাট শোকের ছায়া নেমে আসে।
Previous Articleলাগবে না পেট্রোল : জলে চলবে গাড়ি ?
Next Article বিশ্বভারতীর মাঠে পাঁচিল দুরস্ত
Related Posts
Add A Comment