কলকাতা ব্যুরো : সোনায় সোহাগা। এমনও হতে পারে ? তাও আবার একজন ভারতীয়র আবিষ্কার! কিন্তু এ রকমটাই হয়ে গেছে। ভারতীয় মেকানিকের আবিষ্কারে স্তম্ভিত দুনিয়া।
মধ্যপ্রদেশের ৪৪ বছর বয়সী মোহাম্মদ রাশি মাকরানি। এমনি একটা গাড়ি তৈরি করেছেন বলে দাবি। এক স্থান থেকে আর এক স্থানে যেতে নো পেট্রোল, নো ব্যাটারি ; শুধু জল হলেই কাফি। জল ভরুন, স্টার্ট দিন; ব্যাস গরগর করে এগিয়ে চলবে গাড়ি। যত দিন যাচ্ছে পেট্রোল, ডিজেলের দাম বাড়ছে। মধ্যবিত্তের পকেট ফাঁকা। এমন সময় এই আবিষ্কারের খবর। কি দূর্দান্ত তাই না ! ২০১২ সালে এই জলে চলা গাড়ি আবিষ্কার করেন মাকরানি। তার নিজের মারুতি ৮০০ গাড়িকে এই ভাবে তৈরি করেন তিনি। তার দাবি, গাড়িতে স্পীড ওঠে ৫০ – ৬০ কিমি প্রতি ঘণ্টায়। মোবাইল টিপে গাড়িটি চালু ও বন্ধ করা যায়। মাকরানি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই গাড়ি তৈরি করতে তার লেগেছে দেড় বছর। সম্প্রতি তার গাড়ির ভিডিও ভাইরাল হয়েছে । মাকরানির কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই । পেশায় মোটর মেকানিক। উচ্চমাধ্যমিক পাস করে হাতে কলমে কাজ শিখে এই গাড়ি তৈরি তার। খবর ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। চিন, দুবাইয়ের অনেক কোম্পানি সঙ্গে নাকি যোগাযোগ ও করেছে। তবে তার ইচ্ছা, দেশীয় কোনো সংস্থা তার আবিষ্কারকে স্বীকৃতি দিক। তাহলে আর কি ? এবার দিন গুনুন । প্রতিদিন সকালে উঠে পেট্রোল, ডিজেলের দাম দেখা থেকে কি মুক্তি?
Previous Articleআমার সময় সীমিত : টুইটে কঙ্গনা
Next Article পন্ডিত যশরাজ প্রয়াত
Related Posts
Add A Comment