কলকাতা ব্যুরো: বিশ্বে করোনায় মৃতের সংখ্যা পৌঁছাতে পারে ২০ লাখে। এমনই অনুমান বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু)। ইতিমধ্যেই প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু হয়েছে এই রোগে। কিন্তু সংখ্যাটা দ্বিগুন হতে পারে বলে মনে করছে হু।
কিন্তু কেন তাদের এই আশঙ্কা ? বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করছে, এখনো পর্যন্ত ১০ লাখ মানুষের মৃত্যু হলেও কোভিড-১৯র ভ্যাকসিন তৈরি এবং তা প্রয়োগের আগেই আরো সমসংখ্যক মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মারা যাবার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে দেশগুলোকে আরো বেশি করে স্বাস্থ্য সতর্কতা মেনে চলার পরামর্শই দিচ্ছে হু।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কোবিড ভ্যাকসিন বাজারে আসার আগে পর্য্যন্ত স্বাস্থ্য সুরক্ষায় কোনোরকম ঢিলেমি না দিতে অনুরোধ করেন দেশবাসীর কাছে। গতকাল রাষ্ট্রসঙ্ঘের বিশেষ অধিবেশনেও তিনি কোভিড মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং রাষ্ট্রসঙ্ঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।