সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট
সোমবার শুরু থেকেই বাজার ছিল উর্দ্ধমুখী। মিডিয়া, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, মেটাল, ফিনান্সিয়াল এবং অটো সেক্টর ব্যাপক ভাবে বাড়তে থাকে। বেলা বাড়ার সাথে সাথেই বাজারের গতি আরো তীব্র হয়। মোট কথায় বাজার একটা রিলিফ দিল সমস্ত সেক্টরকেই। আশাকরি সপ্তাহ জুড়েই এই ট্রেন্ড থাকবে। আমরা আবার ও বলবো প্রফিট থাকলে ঘরে তুলুন। ঠিক সুযোগ সময় মতো আমরা জানাবো কখন কোন শেয়ার এ নিবেশ করবেন।
আজ দিনের শেষে কোন কোন সেক্টর কতটা বাড়লো তা একবার দেখেনি:
নম্বর | ইনডেক্স | ক্লোসিং প্রাইস | ( + / – ) % | পয়েন্ট | দিনের সর্বচ্চ | দিনের সর্বনিম্ন |
১ | নিফটি | ১১২২৭.৫৫ | ১.৬ | ১৭৭.৩ | ১১২৩৯.৩৫ | ১১০৯৯.৮৫ |
২ | সেনসেক্স | ৩৭৯৮১.৬৩ | ১.৫৯ | ৫৯২.৯৭ | ৩৮০৩৫.৮৭ | ৩৭৫৪৪.০৫ |
৩ | ব্যাঙ্কনিফটি | ২১৬৬৫.৫ | ৩.২৬ | ৬৮৩.১৫ | ২১৬৬৫.৫ | – |
৪ | নিফটি মিডিয়া | – | ৪.৭৭ | – | – | – |
৫ | নিফটি পি এস ইউ ব্যাঙ্ক | – | ৩.৩৪ | – | – | – |
৬ | নিফটি ব্যাঙ্ক | – | ৩.২৬ | – | – | – |
নিচে কিছু শেয়ার এর নাম আমরা দিচ্ছি। নির্দিষ্ট দামে এলে ইনভেস্টমেন্ট করুন।
Sl no. | Name | Current Market Price | Recommended Price | Duration | Target |
1 | AMBER ENTERPRISE | 2036 | 1830 – 1850 | 1 YR | 3200 |
2 | BHEL | 31.5 | 27 | 1 YR | 52 |
3 | DIXON | 9000 | 7750 – 7800 | 1 YR | 16500 |
4 | HINDUSTAN UNILEVER | 2060 | 1980 – 1990 | 1 YR | 2800 |
5 | RELIANCE INDUSTRIES | 2216 | 2030 – 2050 | 1 YR | 3200 |
বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 73.78 ( +0.17 ), GBPINR Rs. 94.82 ( +0.91 ), EURINR 86.00 (+0.31 ) , JPYINR Rs. 70.00 (+0.27 ).
গতকাল সোনার দর ছিল ৪৯৬৫৯ টাকা ( ১০ গ্রাম )। যা বেড়ে দাম হয়েছে ৪৯৯৩০ ( + ০.৫৫% ) টাকা । যা গতকালের তুলনায় ২৭১ টাকা বেশি ( রাত ৯ টা পর্যন্ত )।
গতকাল রুপোর দর ছিল ৫৯০২৭ টাকা ( প্রতি কেজি )। আজ যা বেড়ে হয়েছে ৬০০১০ ( +১.৬৭% ) টাকা । যা গতকালের তুলনায় ৯৮৩ টাকা বেশি ( রাত ৯ টা পর্যন্ত) ।
( Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)
শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-
Sandip Gharai
Share market analyst
Mobile: +91 90880 20249
Whatsapp : +91 90880 20249
e-mail: gharai25@gmail.com