কলকাতা ব্যুরো : সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম বদ্রীনাথ মন্দির। বিখ্যাত ওই মন্দির নিয়ে কিছু বলার অপেক্ষা রাখে না। হিমালয়ের নারায়ণ মন্দির আর তার মধ্যেই এবারে আসছেন জগৎ জননী দূর্গা, জানিয়ে দিলেন ওই ক্লাবের পক্ষ থেকে সজল ঘোষ।এবারে এই পূজো প্রতি বছরের মতো রাজ্যপাল উদ্বোধন করবেন বলে ঠিক করেছেন ক্লাব কর্তৃপক্ষ। রাজ্যপালকে চিঠিও দেওয়া হয় এই কথা জানিয়ে। আসা করা যায় সব কিছু ঠিকঠাক থাকলে তিনিই আসবেন এই পূজো উদ্বোধন করতে।
এবার ৮৫ বছরে পা দিলো সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গোৎসব। সব পূজো কমিটির মতোই এবার কোভিডের চিন্তা আছে। রাজ্য থেকে যা গাইডলাইন দেওয়া হযেছে তা মেনে নিয়েই পূজো হবে। ফেসবুকে লাইভ হবে এই পূজোর। মানুষের আসার অসুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত ক্লাব কর্তৃপক্ষের। এবারে প্রতিমা শিল্পী মিন্টু পাল।