কলকাতা ব্যুরো: দীপিকা পাডুকোন, সারা আলি খানদের মাদক মামলায় জিজ্ঞাসাবাদের পরে আরো বড় কোন অপারেশনের দিকে এগিয়ে চলেছে এন সি বি। নারকটিকস কন্ট্রোল ব্যুরো র অধিকর্তা রাকেশ আস্তানা সহ এনসিবির শীর্ষ কর্তারা এখনো উপস্থিত রয়েছেন মুম্বাইয়ে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, আগামী দিনে মাদক মামলায় আরও এমন অন্তত সাতজনকে তলব করার ভাবনা এনসিবির রয়েছে, যাদের প্রভাব দীপিকা, সারা আলি খান এর থেকে অনেক বেশি।
একইসঙ্গে এই মামলায় বলিউডের কিছু প্রভাবশালী কে গ্রেপ্তারে ব্যাপারে বিভাগীয় শীর্ষ কর্তাদের সঙ্গেও তদন্তকারীদের আলোচনা হয়েছে বলে সর্বভারতীয় সংবাদমাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত সুশান্ত সিং রাজপুত মৃত্যু রহস্যের তদন্তে মাদকের অভিযোগে রেহা চক্রবর্তী, তার ভাই সৌভিক সহ ১৯ জনকে এনসিবি গ্রেপ্তার করেছে। আবার সম্প্রতি প্রযোজনা সংস্থার প্রাক্তন প্রডিউসার ক্ষিতিজ রবি প্রসাদকে গ্রেপ্তারের পরে যেভাবে আমলা এবং রাজনীতিকদের থেকে তার জন্য সুপারিশ আসছে, তাও ভাবিয়ে তুলছে এনসিবির শীর্ষ কর্তাদের।
কিন্তু স্বস্তির খবর, বলিউডের মাদকের তদন্তে এখনো পর্যন্ত কোনরকম তদন্তকারীদের হাতে লাগাম দিতে রাজি নন কর্তারা। ফলে মাদক মামলায় বলিউডের আরো কিছু প্রভাবশালীকে এনসিবি অফিসে দু’চারদিনের মধ্যেই দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। একই সঙ্গে যদি কোনো প্রভাবশালী আবার নতুন করে গ্রেফতার হন তা ও এখন স্বাভাবিক বলে ইঙ্গিত এন সি বির।