কলকাতা ব্যুরো: ডিসেম্বরের প্রথম থেকেই শুরু হতে পারে কলেজ, বিশ্ববিদ্যালয়। উপাচার্যদের সঙ্গে বৈঠকের পর একথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, নতুন শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট স্তরের ক্লাস ডিসেম্বর থেকে শুরু হতে পারে। তবে পড়ুয়াদের শারীরিক উপস্থিতি সম্ভব হবে কিনা, তা খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্রস্তাব আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের কাছে পাঠাবো।
ইতিমধ্যেই ইউজিসি অবশ্য নভেম্বর থেকে নতুন শিক্ষা বর্ষের ক্লাস শুরু করতে নির্দেশ দিয়েছে। কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার মতো পরিস্থিতি না থাকলে অন লাইনেই ক্লাস শুরু করতে বলা হয়েছে। সামনের বছর আগস্টে শুরু হবে দ্বিতীয় বর্ষের ক্লাস।