কলকাতা ব্যুরো: করোনা আক্রান্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী উমা ভারতী। আমাদের রাজ্যে আরেক নব্য বিজেপি নেত্রী তথা মহিলা মোর্চার প্রদেশ সভাপতি অগ্নিমিত্রা পলও করোনা আক্রান্ত। আপ নেতা তথা দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়া তো করোনা, ডেঙ্গির জোড়া ধাক্কায় হাসপাতালে শয্যাশায়ী। করোনা ভাইরাস কোন ভেদ করে না। প্রভাবশালী, মন্ত্রী, নেতা কাউকেই ছাড়ে না।
গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ আরও বাড়ল। এইসময়ে দেশে আক্রান্ত হয়েছেন ৮৮,৬০০ জন। লাগাতার ৫২ দিন দৈনিক সংক্রমণের বিশ্বরেকর্ডটা বহাল রয়েছে রবিবারেও। মোট সংক্রমণ ইতিমধ্যে ৫৮ লক্ষ ছাড়িয়ে গেল দেশে। মোট সংক্রমণে এখনও বিশ্বে দ্বিতীয় স্থানে ভারত। সুস্থতাও আবার কমল। দেশে মোট করোনা মুক্ত হয়েছেন ৪৯,৪১,৬২৭ জন। সুস্থতার হার এখন ৮২।
এখনও দেশের অধিকাংশ সংক্রমণ ১০টি রাজ্যে। মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, ওডিশা, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, কেরালা, ছত্তিসগড় ইত্যাদি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা প্রাণ কেড়েছে ১,১২৪ জনের। এই নিয়ে রবিবার পর্যন্ত দেশে করোনার বলি হলেন ৯৪,৫০৩ জন।