কলকাতা ব্যুরো: লক্ষ্য একুশের ভোট। সময় রয়েছে হাতে গোনা কয়েক মাস। এই পরিস্থিতিতে সময় নষ্ট করতে নারাজ গেরুয়া শিবির। পুজোর আগেই দলীয় সংগঠনের ভোট প্রস্তুতি শুরু করতে চায় বিজেপি। সেই উদ্দেশ্য কে সামনে রেখেই পুজোর আগে এরাজ্যে আসতে পারেন অমিত শাহ। উত্তরবঙ্গ সহ রাজ্যে বেশ কয়েকটি সাংগঠনিক সভা করতে পারেন তিনি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ১০-১২ টি ভার্চুয়াল বৈঠক তিনি করতে পারেন দলীয় নেতাদের সঙ্গে। একইসঙ্গে পুজোর পর এ রাজ্যে আসার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা।পুজোর পর থেকে কেন্দ্র ভিত্তিক ভোট নিয়ে প্রস্তুতির কাজ শুরু করা হবে বলে জানা গিয়েছে।
বাংলার ভোট নিয়ে গতকালই বাংলার বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন জেপি নাড্ডা,অমিত শাহ। ওই বৈঠকেই ভোট কৌশল নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
Previous Articleহাতরাসের ঘটনায় উদ্বিগ্ন এলাহাবাদ হাইকোর্ট
Next Article আজকের সোনা – রুপোর দর
Related Posts
Add A Comment