আমেরিকার ইতিহাসে তিনিই প্রথম প্রেসিডেন্ট হতে চলেছেন যিনি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত। নতুন ইতিহাস স্থাপন করে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ডোনাল্ড ট্রামম্প ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে জয় ছিনিয়ে নিলেও তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা বিচারাধীন থাকা অবস্থায় ওভাল অফিসের দায়িত্ব গ্রহণ করবেন। কয়েক ডজন ফৌজদারি অভিযোগের মুখোমুখি হওয়া অবস্থায় হোয়াইট হাউজে পা রাখলে ট্রাম্পের বিরুদ্ধে দায়ের হওয়া চারটি ফৌজদারি মামলার পরিণতি কী হবে, এই প্রশ্ন অনেকের।
নিউ ইয়র্কে ব্যবসায়িক নথি জালিয়াতি সংক্রান্ত মামলায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অপরাধমূলক অভিযোগ দায়ের করা হয়েছে, যার মধ্যে তিনি ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছেন। চলতি বছরের মে মাসে, নিউ ইয়র্কের আদালত তাকে এক অ্যাডাল্ট ফিল্মস্টারকে মুখ বন্ধ রাখার জন্য অর্থ প্রদানের অভিযোগে দোষী সাব্যস্ত করেছিল। তবে, সাজা সংক্রান্ত রায় নির্বাচনকালীন সময়ের কারণে পিছিয়ে ২৬ নভেম্বর নির্ধারিত হয়েছে।ব্রুকলিনের সাবেক প্রসিকিউটর, জুলি রেন্ডেলম্যান জানিয়েছেন, ট্রাম্প নির্বাচিত হলেও বিচারক সাজার রায় দিতে পারেন। তবে, আইন বিশেষজ্ঞরা মনে করেন, মি. ট্রাম্প জেলে যাবেন না। কারণ তিনি একজন প্রবীণ ব্যক্তি এবং প্রথমবার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন, তাই তার কারাগারে যাওয়ার সম্ভাবনা কম। তবে, যদি ট্রাম্পকে কারাগারে পাঠানো হয়, তার আইনজীবীরা দ্রুত পাল্টা আর্জি জানাবেন এবং তাকে মুক্ত রাখতে আবেদন জানাতে পারেন। এই আর্জির নিষ্পত্তি বছরের পর বছর সময় নিতে পারে।
স্পেশাল কাউন্সেল বা বিশেষ কৌশুলি জ্যাক স্মিথ গত বছর ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন। মি. ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি জো বাইডেনের কাছে তার ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পরাজয় মেনে নিতে না পেরে, সেই নির্বাচনি ফল বদলে ফেলার জন্য জোরদার প্রচেষ্টা চালিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প অবশ্য এই মামলায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন। চলতি বছর ওই মামলা আইনি অচলাবস্থার সম্মুখীন হয়, যখন সুপ্রিম কোর্ট জানায় প্রেসিডেন্ট পদে থাকাকালীন সরকারী কাজকর্মে ফৌজদারি মামলার বিষয়ে আংশিকভাবে রক্ষাকবচ ছিল ট্রাম্পের। এরপর জ্যাক স্মিথ যুক্তি দিয়েছিলেন যে ২০২০ সালের নির্বাচনি ফলাফলকে বদলে ফেলার প্রচেষ্টার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদে থাকাকালীন আনুষ্ঠানিক দায়িত্বের কোনও সম্পর্ক নেই। প্রাক্তন ফেডারেল প্রসিকিউটর নেয়ামা রাহমানির মতে, যেহেতু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছেন, তাই এই মামলার সঙ্গে সম্পর্কিত ফৌজদারি বিষয় থেকে আপাতত তিনি ‘রেহাই’ পাবেন। তার কথায়,”এটা সুপ্রতিষ্ঠিত বিষয় যে একজন বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করা যায় না। তাই ডিসি ডিসট্রিক্ট কোর্টে এই নির্বাচনি জালিয়াতির মামলা খারিজ হয়ে যাবে।”
নেয়ামা রাহমানি অবশ্য জানিয়েছেন, যদি জ্যাক স্মিথ এই মামলা খারিজের বিষয়ে অসম্মতি প্রকাশ করেন, তাহলে মি. ট্রাম্প তাকে দ্রুত দায়িত্ব থেকে ‘নিষ্কৃতি’ দিতে পারেন, যেটা করার প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে দিয়েছেন। অক্টোবর মাসে এক রেডিও সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, “আমি দুই সেকেন্ডে ওকে ফায়ার (কাজ থেকে অব্যহতি দিতে পারি) করতে পারি।” হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার পর গোপনীয় নথি সঠিকভাবে হ্যান্ডেল করা হয়নি বলে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছে তারও নেতৃত্বে রয়েছেন জ্যাক স্মিথ। এই অভিযোগও অস্বীকার করেছেন মি. ট্রাম্প। তার মার-এ-লাগোর বাড়িতে সংবেদনশীল নথি সংরক্ষণ এবং সেই নথি পুনরুদ্ধার করার চেষ্টা করার ক্ষেত্রে বিচার বিভাগকে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।মামলার দায়িত্বপ্রাপ্ত বিচারক আইলিন ক্যানন জুলাই মাসে অভিযোগগুলো খারিজ করে দিয়েছিলেন। তার যুক্তি ছিল এই মামলার নেতৃত্ব দেওয়ার জন্য বিচার বিভাগ যথাযথভাবে জ্যাক স্মিথকে নিযুক্ত করেনি। প্রসঙ্গত, বিচারক আইলিন ক্যাননকে নিয়োগ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার এই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন স্মিথ। কিন্তু নেয়ামা রাহমানি জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জিতে যাওয়ার কারণে এই মামলার ভবিষ্যৎও তার বিরুদ্ধে ওঠা ২০২০-সালের নির্বাচনি ফল সংক্রান্ত মামলার মতোই হবে।
জর্জিয়াতেও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে ২০২০ সালে সেখানকার নির্বাচনি ফলাফল বদলে ফেলার প্রচেষ্টার কারণে। এই মামলা একাধিক বাধার সম্মুখীন হয়েছে। এর মধ্যে রয়েছে ডিসট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিসকে ‘অযোগ্য’ বলে ঘোষণার প্রচেষ্টা। এই মামলায় কাজ করার জন্য একজন অ্যাটর্নিকে নিযুক্ত করেছিলেন ফানি উইলিস, যার সঙ্গে তার সম্পর্ক রয়েছে এমন কারণ দেখিয়ে ফানি উইলিসকে অযোগ্য বলে প্রমাণ করার চেষ্টা হয়েছিল। ফানি উইলিসকে এই মামলার সঙ্গে যুক্ত থাকার অনুমতি দেওয়া উচিত কী না সে বিষয়টি এখন আদালতে বিবেচনাধীন। তবে, এখন যেহেতু ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিতে চলেছেন, তাই এ মামলা আরও বিলম্বের সম্মুখীন হতে পারে বা সম্ভবত খারিজও হয়ে যেতে পারে।আইন বিশেষজ্ঞদের মতে, ডোনাল্ড ট্রাম্প দায়িত্বে থাকাকালীন এই মামলাও থেমে থাকবে বলেই অনুমান করা যায়। সে বিষয়ে আগেই উল্লেখ করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের অ্যাটর্নি স্টিভ স্যাডো।