কলকাতা ব্যুরো: উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী ২৪ ঘণ্টায় তা আরো শক্তিশালী হবে। দক্ষিণ-পশ্চিম দিকে অভিমুখ রয়েছে নিম্নচাপের। একইসঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে দিনভর মেঘলা আকাশ দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।
দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় অতি ভারি বৃষ্টির সর্তকতা। নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, হাওড়া, হুগলিতে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত। কলকাতাতেও দু-এক পশলা ভারি বৃষ্টির সর্তকতা। দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা আকাশ দফায় দফায় বৃষ্টি হবে।
আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে আগামী ২৪ ঘণ্টায়। বুধবার থেকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়।
আজ এবং কাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।