কলকাতা ব্যুরো: দূরপাল্লার সরকারি বাসে ওঠার আগে এবার থার্মাল স্ক্যানিং করা হবে যাত্রীদের। দেখে নেওয়া হবে তাপমাত্রা। আপাতত কলকাতা থেকে শিলিগুড়ি, কোচবিহার, আসানসোল, জলপাইগুড়ির মতো কিছু রুটে এই পরিষেবা চালু হচ্ছে। প্ৰতি বাস পিছু থারমাল স্ক্যানার বা গান দেওয়া হচ্ছে। তবে সব বাসে এখনই এত থার্মাল গান দেওয়া সম্ভব হচ্ছে না বলেই জানাচ্ছেন পরিবহন দফতরের কর্তারা।
Previous Articleচলবে নিম্নচাপের বৃষ্টি
Next Article গাছ পড়ে জখম কনস্টেবল
Related Posts
Add A Comment