কলকাতা ব্যুরো: রবীন্দ্র সরোবরে গাছের ডাল মাথায় ভেঙে পড়ে জখম হলেন এক ট্রাফিক কনস্টেবল। জয়দেব হাজরা নামে কলকাতা পুলিশের ওই কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সকালে প্রবল ঝড় বৃষ্টির সময় তিনি নজরুল মঞ্চের টিকিট কাউন্টারের সামনে ডিউটিতে ছিলেন। বৃষ্টির সঙ্গেই প্রবল ঝড়ো বাতাস উঠতেই গাছের একটি মোটা ডাল ভেঙে পড়ে তাঁর মাথায়।
গুরুতর জখম অবস্থায় তাঁকে ঢাকুরিয়া আমরি হাসপাতালে ভর্তি করা হয়েছে।