কলকাতা ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় সিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়ে দিল বিহার সরকার। এর ফলে এই হাই প্রোফাইল মামলার তদন্ত নিয়ে বিহার ও মুম্বাই পুলিশের তরজা সাময়িক বন্ধ হবে বলে আশা বর্ষীয়ান পুলিশকর্তাদের।
এদিন নীতিশ কুমার বলেন, মৃতের বাবার সঙ্গে ডিজি কথা বলেছেন। তাঁরা সিবিআই তদন্ত চাওয়ায় রাজ্য ওই তদন্তকরি সংস্থাকে দায়িত্ব দিলো।