কলকাতা ব্যুরো: প্রায় ছ’লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হলো কলকাতা পুলিশের এক বহিষ্কৃত এসিস্টেন্ট সাব ইন্সপেক্টর বা এএসআই সহ চারজনকে। ধৃতদের থেকে প্রতারণার তিন লক্ষ টাকা উদ্ধার করেছে কলকাতা পুলিশ।
বিকাশ ও দেবাশিষ নামে দুই যুবক আরও কয়েজনকে জুটিয়ে প্রতারণার ছক করে। এক ব্যক্তিকে এফসিআইয়ের স্বীকৃত ভেন্ডার করে দেওয়ার টোপ দিয়ে তারাতলায় তাঁর কাছ থেকে ছ’লক্ষ ১৮ হাজার টাকা হাতিয়ে নেয়। সেই সময় ঘটনাস্থলে একেবারে পুলিশ কমিশনারের বেশভুষায় হাজির বহিষ্কৃত এএসআই রাধাকৃষ্ণ সিং। সেই ঘটনায় প্রতারিত ব্যাক্তি ২৬ জুন তারাতলা থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ কলকাতা পুলিশেরই ওই বহিষ্কৃত পুলিশকর্মী সহ চারজনকে গ্রেপ্তার করে। তিন লক্ষ টাকা সহ যে পোশাক পড়ে তিনি সিপি সেজে টাকা হাতিয়ে ছিলেন সেই পোশাকও উদ্ধার করেছে পুলিশ।