কলকাতা ব্যুরো: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও কবি অটল বিহারী বাজপেয়ীর দ্বিতীয় মৃতুবার্ষিকী পালিত হচ্ছে আজ দেশের বিভিন্ন প্রান্তে। এই উপলক্ষে কলকাতায় রাজভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যপাল জগদীপ ধনখর বেলা পৌনে ১১ টায় বাজপেয়ীর মূর্তিতে মালা দেন।
এ দিন প্রধানমন্ত্রীর সঙ্গেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রদ্ধা জানান দেশের তিনবারের প্রধানমন্ত্রী বাজপেয়ীকে। তাঁকে দক্ষ প্রশাসক বলে উল্লেখ করে তাঁর আমলে হওয়া রাস্তা, বিদ্যুৎ ব্যবস্থার প্রসার থেকে কার্গিল যুদ্ধ হয়ে পোখরাণের পরমাণু গবেষণা কেন্দ্রের কথা উল্লেখ করেন।