কলকাতা ব্যুরো: প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি চিকিৎসায় আগের চেয়েও বেশি সাড়া দিচ্ছেন। প্রাক্তন রাষ্ট্রপতির পুত্র তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় টুইটে রবিবার জানালেন, তাঁর বাবার অবস্থা এখন স্থিতিশীল। তবে এখনও প্রণববাবুকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে।
দিল্লির রিসার্চ অ্যান্ড রেফারেল আর্মি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। গত সোমবার মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকে এই হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বাড়ির বাথরুমে গত রবিবার পড়ে যাওয়ায় মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় চিকিৎসকরা ওই অস্ত্রোপচার করেছিলেন। অস্ত্রোপচারের পর থেকে তিনি ভেন্টিলেশনে আছেন।
চিকিৎসকরা জানিয়েছিলেন, ৯৬ ঘণ্টা প্রাক্তন রাষ্ট্রপতিকে পর্যবেক্ষণে রাখা হবে। সেই সময়সীমা শুক্রবার শেষ হয়েছে। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা এখনও নজরে রেখেছেন। দিন চারেক আগে তিনি গভীর কোমায় আচ্ছন্ন হয়ে গিয়েছিলেন বলে দিল্লির ওই আর্মি হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল।