কলকাতা ব্যুরো: ফের বিতর্ক। এবার স্বাধীনতা উদযাপনকে ঘিরে।
শনিবার রাজভবনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে ঘিরে তৈরি হয়েছে নয়া বিতর্ক। এক টুইটে রাজ্যপাল জগদীপ ধনকর বলেন, এই অনুষ্ঠান দেশের স্বাধীনতা রক্ষার জন্য যাঁরা আত্মত্যাগ করেছিলেন তাঁদের উদ্দেশে সম্মান জানানোর দিন। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না অংশ নেওয়ায় আমি স্তম্ভিত। হাইকোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি, সেনাবাহিনীর পদস্থ আধিকারিক, বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও অনুপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ রাজ্যের পদাধিকারিকরা। রাজ্যপাল বলেন, এটা খুবই খারাপ নজির। দেশের সংবিধান, আইনকে পাশ কাটানোর এটি আরো একটি দুঃখজনক দৃষ্টান্ত।
বাস্তবে, ১৫ আগস্ট সকালে রাজ্যে স্বাধীনতা দিবস উদযাপনের মূল অনুষ্ঠানে, রেড রোডে পতাকা উত্তোলনের আগে মুখ্যমন্ত্রী কিন্তু গিয়েছিলেন রাজভবনে। সেখানে তিনি আধঘন্টা ছিলেন বলেও জানা গিয়েছে। বিকেলে কিছু সমস্যা থাকায় তিনি সকালেই ঘুরে গেলেন বলেও রাজ্যপালকে জানান তিনি। তারপরেও প্রকাশ্যে টুইটে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে কোনো রাজ্যপালের রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে স্বাধীনতা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করাও যথেষ্টই অবমাননাকর বলেই মনে করছেন অনেকেই।