কলকাতা ব্যুরো: অগস্টের প্রথম দিনে রাজ্যে আরও তেজি করোনা সংক্রমণ। মৃত্যুতে সর্বোচ্চ রেকর্ড। একদিনে করোনার বলি ৪৮। সংক্রমণেও নয়া রেকর্ড। একদিনে আড়াই হাজার পার। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৫৮৯ জন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় পরিস্থিতি আরও ভয়ানক। কলকাতায় ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৭১৪, উত্তর ২৪ পরগনায় ৬০৮। কলকাতায় মৃত্যু ১৯ জনের। উত্তর ২৪ পরগনায় ১৩। সুস্থতার হার অবশ্য ঊর্ধ্বমুখী। আজকের হার ৬৯.৪১। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭২,৭৭৭ জন। সুস্থ হয়ে আজ পর্যন্ত বাড়ি ফিরেছেন ৫০,৫১৭ জন। ২০,৬৩১ জনের চিকিৎসা চলছে।
Previous Articleভূমি পুজোর ভিড়ে ভিলেন করোনা
Next Article অনলাইনে নবম-দশমে ক্লাস
Related Posts
Add A Comment