কলকাতা ব্যুরো : করোনা যেভাবে বেড়ে চলেছে তাতে স্কুল খোলা দুরস্ত। সে কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ সরকার ছেলেমেয়েদের দুরভাসে পড়াশোনার ব্যাবস্থা করার জন্য প্রধান শিক্ষকদের চিঠি দিল। এই চিঠিতে প্রধান শিক্ষকদের জানানো হয়েছে, ৪ আগষ্ট এর মধ্যে ছেলেমেয়েদের সমস্ত ব্যাপারটি বুঝিয়ে দিতে। ফোন এ পড়াশোনা আপাতত নবম ও দশম ক্লাসে শুধু চালু হবে। ১৮০০১২৩২৮২৩ নম্বরে ফোন করে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে টা বুঝে নিতে পারবে সংশ্লিষ্ট শিক্ষকের কাছ থেকে। আপাতত ব্যাপারটা বোঝার জায়গায় রেখে সেপ্টেম্বরে স্কুল আদপে চালু করা যায় কি না সরকার তা দেখে নিতে চাইছে বলে মনে করছেন শিক্ষকরা।