কলকাতা ব্যুরো: ময়দান থানার সিভিক ভলান্টিয়ার ইরশাদ হোসেনকে খুনের ঘটনায় সাফেদ রহমান, অজয় রায় এবং অভিষেক সিং নামে তিনজনকে গ্রেপ্তার করল ওয়াটগঞ্জ থানার পুলিশ। তাদের বিরুদ্ধে খুন ও মিলিত অভিসন্ধির অভিযোগে মামলা রুজু হয়েছে। আজ তোলা হবে আলিপুর আদালতে।
শনিবার গভীর রাতে ইরশাদ ময়দানে মাজারের কাছে মাঠে যান। তখন তিনি ডিউটিতে ছিলেন না। সেকশনে কয়েকজন যুবকের সঙ্গে তাঁর বাচস বাধে। তাঁকে ঘিরে ধরে পিছন থেকে মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।
Previous Articleবোটানিক্যাল গার্ডেনে মারণ জাল
Next Article প্রধানমন্ত্রীর পদত্যাগ বিতর্ক
Related Posts
Add A Comment