কলকাতা ব্যুরো: মানুষ এবার প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইবে। এই ভাষাতেই নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন মুম্বাইয়ের শিবসেনা সংসদ সঞ্জয় রাউথ। করোনা ও লক ডাউন আবহে গোটা দেশে অচলাবস্থা, মানুষের দুর্দশা, লক্ষ লক্ষ মানুষের কর্মহীনতার জন্য শিবসেনার এই সাংসদ তোপ দেগেছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। রবিবার তিনি বলেন, দিনের পর দিন এমন অচলাবস্থায় মানুষ ধৈর্য হারাবে। তখন মানুষ প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইবে।
Previous Articleময়দানে সিভিক খুনে ধৃত তিন
Next Article ভেতো বাঙালির সান্দাকফু ট্রেকিং
Related Posts
Add A Comment