কলকাতা ব্যুরো: প্রায় সাড়ে আট ঘণ্টা জেরার পর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি-র প্রথম দিনের জেরা শেষ করলো রেহা চক্রবর্তীকে। এ দিন বেলা ১১ নাগাদ মুম্বাই ইডি অফিসে যান সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রেহা। তাঁর বিরুদ্ধে সুশান্তের ১৫ কোটি টাকা ব্যাংক থেকে নিজের আকাউন্টে সরিয়ে নেওয়ার অভিযোগ দায়ের করেছেন মৃত সুশান্তের বাবা।
এ দিন সকালে প্রথমে রেহার ভাই সৌভিককে প্রায় দু’ঘন্টা জেরা করে ইডি। তারপরে জেরা চলে অভিযুক্ত রেহার। দু’দিন আগেই তাকে সমন পাঠিয়ে ডাকার সময় ইডি মুম্বাইয়ে তাঁর সম্পত্তির হিসেবের নথি নিয়ে যেতে বলেছিল। কিন্তু এদিন ওই নথি দিতে রেহা আরও সময় চান বলে সূত্রের খবর।
এই মামলায় শনিবার ইডি তলব করেছে সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে।
এ দিকে সুপ্রিম কোর্টে রেহার দায়ের করা এফআইআরের তদন্তস্থল পাটনা থেকে মুম্বাইয়ে সরানোর আবেদনে নিজেদের যুক্ত করতে চেয়ে আবেদন করেছে কেন্দ্র। ফলে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে যুক্ত হওয়ার সুযোগ দিলে আবার নতুন করে কোনো বিড়ম্বনা রেহার বাড়তে পারে বলে আশঙ্কা আইনজীবীদের।
Previous Articleভারতকে নিয়ে নেপাল কমিউনিস্ট পার্টি দ্বিধাবিভক্ত
Next Article নাগরিক সচেতনতার নজির
Related Posts
Add A Comment