কলকাতা ব্যুরো : নেপালের শাসক দল নেপাল কমিউনিস্ট পার্টির মধ্যে অন্তর্দ্বন্দ্ব চরমে উঠলো ভারতকে নিয়ে। পিটিআই সূত্রের খবর, নেপাল কমিউনিস্ট পার্টির এক্সিকিউটিভ চেয়ারম্যান পুষ্প কামাল দাহাল ওরফে প্রচন্ড ও নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে উঠেছে। গত কয়েক সপ্তাহ ধরে প্রধানমন্ত্রী ও প্রচন্ড র মধ্যে প্রায় ১০ টি মিটিং হয়ে গেলেও কোনো সমাধান সূত্র নেলেনি।
অবস্থা এমনি যে প্রচন্ড সহ কমিউনিস্ট পার্টির বেশিরভাগ সদস্যই এখন ওলির ইস্তফা চাইছেন প্রধানমন্ত্রীর পদ থেকে। কিন্তু ওলি ইস্তফা দেবেন না বলে অনড়।
ওলির ভারত বিরোধী দৃষ্টিকোণ কে তীব্র ভাবে প্রচন্ড এবং কমিউনিস্ট পার্টির একংশ সমালোচনা করেছেন। প্রচন্ড বলেন, “ওলির দৃষ্টিভঙ্গি রাজনৈতিক ভাবে একেবারেই মেনে নেওয়া যায় না , কূটনৈতিক দিক থেকেও ভুল। “
Previous Articleমুখমন্ত্রীর ত্রাণ তহবিলে ১১ কোটি যুবদের
Next Article আট ঘণ্টা ইডিতে, রেহার মামলায় যুক্ত হতে চায় কেন্দ্র
Related Posts
Add A Comment