কলকাতা ব্যুরো: গত কয়েক দিনে মুম্বইতে ধারাবাহিকভাবে বৃষ্টি হচ্ছে। পরিস্থিতি বন্যার আকার নিয়েছে। সব জায়গায় জলে ভরে রয়েছে। রাস্তা এবং ট্রেনের ট্র্যাকগুলো পর্যন্ত ডুবে গিয়েছে। ভয়াবহ এই অবস্থায় মু্ম্বাইবাসীর ২০০৫ সালের বন্যার স্মৃতি উস্কে দিয়েছে। গত ক’দিনের এই প্রবল বৃষ্টির অনেকগুলি ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তার মধ্যে সর্বশেষ ভিডিও নেটিজেনদের মন কেড়েছে সব থেকে বেশি।
কী রয়েছে তাতে?
ভিডিয়ো দেখা যাচ্ছে এক মহিলা বৃষ্টির, জমা জলে ম্যানহোলের পাশে দাঁড়িয়ে আছেন। ভিডিয়ো থেকে স্পষ্ট মহিলা লাঠি হাতে প্রত্যেকটি গাড়িকে সতর্ক করেছেন খোলা ম্যানহোল সম্পর্কে, যাতে কোনো বিপত্তি না ঘটে।
ভিডিয়োটি এক ব্যক্তির সৌজন্য দিয়ে শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ‘বেটার ইন্ডিয়া।’
ভিডিয়োর সঙ্গে শেয়ার করা তথ্য অনুযায়ী, সেটি তুলসি পাইপ রোড, মাতুঙ্গা, পশ্চিম মুম্বাইয়ের। পাঁচ ঘন্টা বৃষ্টিতে দাঁড়িয়ে ওই কাজ চালিয়ে যাওয়ার জন্য লোকেরা মহিলার চেতনাকে প্রশংসা করছে। কুর্নিশ জানিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
প্রবল বর্ষায় পুলিশ-প্রশাসন যখন অন্যদিকে উদ্ধার ও ত্রানে ব্যস্ত। তখন নতুন করে পথে বিপদ ঠেকাতে মহিলার এমন স্বতঃপ্রণোদিত হয়ে দায়িত্ব পালন–মানবিকতা ও সচেতনতার নজির হিসেবেই দেখছেন নাগরিক সমাজ।