কলকাতা ব্যুরো: তাঁর বিবাহবার্ষিকী উপলক্ষ্যে দুস্থ ও শ্রমজীবী মানুষদের মধ্যে অন্ন বিতরণ করলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শুভমিতা। মঙ্গলবার যাদবপুর শ্রমজীবী ক্যান্টিন থেকে গরিব মানুষদের জন্য বিতরণ করা খাবারের একটি বড় অংশের খরচই বহন করেন তিনি। সশরীরে উপস্থিত থেকে তাদের হাতে খাবার তুলে দেন তিনি।
সিপিএম যাদবপুর এরিয়া কমিটির উদ্যোগে লক ডাউনের পর থেকেই যাদবপুরে চলছে ওই ক্যান্টিন। দলের তরফে অন্যতম উদ্যোক্তা সুদীপ সেনগুপ্ত জানান, রোজ এখান থেকে প্রায় পাঁচশো মানুষকে খাবার বিতরণ করা হচ্ছে। এই উদ্যোগের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন এলাকার বহু বিশিষ্ট মানুষও। ১৫ আগস্ট ছিল শিল্পী শুভমিতার বিবাহ বার্ষিকী। সেই উপলক্ষেই তাঁরা এদিনের খাবারের খরচের বড় অংশই বহন করেছেন।
এদিনের মেনুতে ছিল, ভাত, মাছের মাথা দিয়ে তরকারি, মুরগির মাংস এবং মিষ্টি।
এ বিষয়ে কি বলছেন শুভমিতা ?
শুভমিতা বলেন, আমি নিজেও যাদবপুরে থাকি। লক ডাউনের পর থেকেই দেখছি, এত ভালো এবং প্রয়োজনীয় একটি কাজ চলছে। এলাকার আরো অনেকেই এগিয়ে এসেছেন। সামাজিক একটা দায়বদ্ধতা থেকে মনে হলো, আমারও কিছু করা উচিত। শুধুই কি সামাজিক দায়, নাকি এর পেছনে রাজনৈতিক দায় ও আছে ? শুভমিতার কথায়, এমন একটা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোটাই বড় কথা। সেটা আমাদের সবারই সামাজিক কর্তব্য। এর মধ্যে রাজনীতি আসছে কেন ?