কলকাতা ব্যুরো: পতঞ্জলি, রিলায়ন্স জিও, টাটাকে টেক্কা দিয়ে শেষ ল্যাপে আইপিএলের টাইটেল স্পনসর হচ্ছে ড্রিম 11। ফলে আগামী এক বছরে ২৫০ কোটি টাকা দিয়ে এই জায়গা দিতে হবে ওই সংস্থাকে। এর আগে চিনের মোবাইল সংস্থা ভিভো এই জায়গায় থাকার জন্য বছরে সাড়ে ৪০০ কোটি টাকায় চুক্তিবদ্ধ হয়েছিল বিসিসিআইয়ের সঙ্গে।
এবার সেই পরিমান টাকা তোলার জন্য বিসিসিআই সহযোগী আর কোনও সংস্থার সঙ্গে চুক্তি করে কি না তা নিয়েও জল্পনা রয়েছে।