কলকাতা ব্যুরো: দিল্লি থেকে ফিরেই নিজের বাড়িতে বৈঠক ডাকলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। দুপুরে সেই বৈঠকে হাজির হয়েছেন মুকুল রায়। তবে লকেট চট্টোপাধ্যায় সেখানে নেই। তিনি সংসদীয় কমিটির বৈঠকে যোগ ফিয়ে আজ রাতেই কলকাতা ফেরার কথা। আপাতত তাঁকে বাদ রেখেই হাওড়া ও হুগলির সংগঠন নিয়ে আজ আলোচনার কথা দিলীপ ঘোষের বাড়ির বৈঠকে।
এর আগে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দিলীপকে তলব করায় তাঁর মুখে রাশ টানার জল্পনা তুঙ্গে ছিল। দিল্লি সফর সেরে ফিরেই তড়িঘড়ি সাংগঠনিক বৈঠক ডাকায় এবার দিল্লির তাঁকে দেওয়া পরামর্শ নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে।