কলকাতা ব্যুরো: এক জনপ্রিয় টিভি সিরিয়ালের অভিনেত্রীকে শারীরিক নিগ্রহের অভিযোগে বাগুইআটি থেকে বছর ২৪ এর এক যুবককে গ্রেপ্তার করলো পুলিশ। রঘুনাথপুরের বাসিন্দা শুভঙ্কর দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ৮ জুলাই করা হয়েছিল যাদবপুর থানায়।
টিভি সিরিয়ালে পরিচিতি পাওয়া ওই অভিনেত্রীর সঙ্গে পূর্ব যোগাযোগের সুবাদে বাগুইআটির ওই যুবক ৫ জুলাই বিজয়গড়ে তাঁর ফ্ল্যাটে কিছু টাকা চাওয়ার জন্য আসেন বলে অভিযোগ। সেইসময় বছর ২৬ এর ওই তরুণীর একা থাকার সুযোগে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকি নিজের মোবাইলে সেই ঘটনার ছবি তুলে রেখে ঘটনা প্রকাশ্যে এলে ছবি ফাঁস করে দেওয়ারও হুমকি দেওয়ার অভিযোগ করা হয় ওই যুবকের বিরুদ্ধে।
আদতে নদীয়ার বাসিন্দা তরুণী মডেলিং ও অভিনয়ের জন্য বিজয়গড়ে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। বাগুইআটির ওই যুবকের সঙ্গে আগে যোগাযোগ থাকলেও বছর খানেক আগে থেকে দূরত্ব বাড়ছিল। বিভিন্নভাবে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করেও কাজ হয়নি। শেষ পর্যন্ত লকডাউনের মধ্যে কিছু টাকা চেয়ে ওই তরুণীর সঙ্গে যুবক যোগাযোগ করে বলে অভিযোগ। সেই টাকা নিতে ফ্ল্যাটে এসেই দুষ্কর্ম করে চলে যায়।
অভিযোগ পাওয়ার পর প্রাথমিক তাদন চালায় পুলিশ। তারপর এদিন তার বাড়ি থেকে যুবককে গ্রেপ্তার করা হয়।