কলকাতা ব্যুরো: তৃণমূলে যোগ দিয়েই পরপর দুখানা পদ। সাংসদ এবং বিজেপির যুব মোর্চার সভাপতি। সৌমিত্র খাঁয়ের আকাশ-কুসুম প্রত্যাশার কিন্তু শেষ নেই। তিনি হঠাৎ মাথা মুড়িয়ে গেরুয়াধারী হয়েছেন। শ্রাবণের শেষদিনে বিষ্ণুপুরে ষাঁড়েশ্বর শিবমন্দিরে যাগযজ্ঞ, পুজো করে হঠাৎ ত্রিশূলধারী হয়েছেন। না, এটা ভাবার কোন কারণ নেই যে প্রাক্তন এই তৃণমূল নেতা গেরুয়া বাহিনীতে নাম লিখিয়ে সন্ন্যাস নিচ্ছেন। বরং উচ্চাকাঙ্ক্ষা তাঁর আকাশছোঁয়া। যাগযজ্ঞের পর অস্ফুটে বলে ফেলা মন্তব্যটা বেশ ইঙ্গিতপূর্ণ।
ঘটে মাথা ঠেকিয়ে উচ্চারণ করেছেন, এরাজ্যে যেন একজন গেরুয়াধারী মুখ্যমন্ত্রী হন। গেরুয়াবসনে মুখ্যমন্ত্রী হওয়ার রেকর্ড বিজেপিতে আছে। যোগী আদিত্যনাথ। গেরুয়াধারীরা বিজেপিতে ভালোই কদর পান।
ছবি সৌজন্যে- (সৌমিত্র খাঁয়ের ফেসবুক)
এরাজ্যে কিন্তু বিজেপিতে গেরুয়াবসনের কেউ নেই। সৌমিত্রর মনোবাসনা তাই বুঝতে কারও বাকি নেই। হোক না যতই আকাশ-কুসুম। গাছে কাঁঠাল, গোঁফে তেল দিতে ক্ষতি কী!!