সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট
বিগত সপ্তাহ জুড়েই বাজার ছিল নিচের দিকে। ভারী মাত্রায় বিক্রি লক্ষ্য করা যায়। সপ্তাহের শেষ দিনে শুক্রবার, সরকারের ফেস্টিভ্যাল প্যাকেজ ঘোষণার খবর বাজারে আসার সাথে সাথেই বাজার জোর গতিতে বাড়তে শুরু করে। যদিও আগের সপ্তাহে বাজার প্রায় ৭‰ নিচে নেমেছিল। আমরা আপনাদের জানিয়েছিলাম, বাজারে একটা রিলিফ পাওয়া যাবে। সেই মতই শুক্রবার বাজারে সমস্ত সেক্টরই উর্দ্ধমুখী ছিল। আগামী সপ্তাহেও এই ধারাবাহিকতা থাকতে পারে।
শুক্রবার দিনের শেষে বাজার বন্ধ হয় নিফটি (NIFTY) ১১০৫০.২৫ ( + ২৪৪.৭০ ) পয়েন্ট , সেনসেক্স (SENSEX) ৩৭৩৮৮.৬৬ ( +৮৩৫.০৬ ) পয়েন্ট নিচে। ব্যাঙ্কিং সূচক (BANK NIFTY) ২০৯৮২.৩৫ ( +৫২৫.৫০ ) পয়েন্ট উপরে।
বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 73.61 ( -0.28 ), GBPINR Rs. 93.61 ( -0.61 ), EURINR 85.63(+0.62 ) , JPYINR Rs. 70.00 (-0.57 ).
গতকাল সোনার দর ছিল ৪৯৯০৪ টাকা ( ১০ গ্রাম )। যা কমে দাম হয়েছে ৪৯৬৫৯ ( – ০.৪৯% ) টাকা । যা গতকালের তুলনায় ২৪৫ টাকা কম ( রাত ৯ টা পর্যন্ত )।
গতকাল রুপোর দর ছিল ৫৯৬২৯ টাকা ( প্রতি কেজি )। আজ যা কমে হয়েছে ৫৯০২৭ ( -০.১.০১% ) টাকা । যা গতকালের তুলনায় ৬০২ টাকা কম ( রাত ৯ টা পর্যন্ত )।
( Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)
শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-
Sandip Gharai
Share market analyst
Mobile: +91 90880 20249
Whatsapp : +91 90880 20249
e-mail: gharai25@gmail.com