কলকাতা ব্যুরো: রাজ্যের স্কুল, কলেজ খোলার ব্যাপারে কালী পুজোর পরেই ভাবনা চিন্তা করবে রাজ্য। বুধবার উত্তরকন্যার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ৩০ অক্টোবর পর্যন্ত রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকবে। পরিস্থিতি এখনো স্বাভাবিক না হওয়ায়, স্কুল খোলার বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। পুজোর ছুটির পরে তা নিয়ে ভাবা যাবে।
রাজ্য দুর্গা পুজোর ছুটির পরে স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিলেও, দেশজুড়ে বেশকিছু রাজ্যে কাল থেকেই স্কুল, কলেজ খুলছে। বহু রাজ্য করোনার বিধি মেনে স্কুল খোলার ব্যাপারে আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এ ব্যাপারে আগেই বলেছিলেন, রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করেই এখনই স্কুল খোলা সম্ভব হচ্ছে না।
এখন করোনা একটু স্থিতি শীল হলেও দুর্গাপূজায় বা তারপরে পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে শংকিত চিকিৎসক মহল। যে যেভাবে কেরলে ওনাম উৎসব এর পরে ১০০ গুণ বেশি সংক্রমণ ছড়িয়েছে সেখানে, তাতে এ রাজ্যে দুর্গাপুজোর সময় বিধি না মানলে পরিস্থিতি কী দাঁড়াবে তাই এখন বড় ভাবনার কারন হয়ে উঠেছে।