কলকাতা ব্যুরো : থিম পরিকাঠামো। হ্যাঁ, এই থিমের ওপর পূজো হবে এবার নলিনী সরকার স্ট্রিটে। শেষ হয়ে ও শেষ হলো না। কনসেপ্ট খানিকটা এরকমই বলা চলে। কারণ করোনা। প্রতিমা অর্ধেক হয়ে পরে আছে। মণ্ডপ শেষ হয় নি। এমনি চিন্তা নিয়ে থিম সাজিয়েছেন নলিনী সরকার স্ট্রিটের পূজো উদ্যোক্তারা। জানালেন কোষাধক্ষ্য সোমক সাহা।
এবারে ৮৮ বছরে পড়ছে এই দুর্গোৎসব। রয়েছে অনেক প্রতিবন্ধকতা। তার মধ্যেই মাতৃ আরাধনা। কাজ শুরু হয়ে গেছে। কিন্তু অর্থাভাব রয়েছে। ৩০ – ৪০ লাখের পূজো এবারে সারতে হবে ৮ – ১০ লাখে। চ্যালেঞ্জ তো বটেই। এবারের প্রতিমা শিল্পী সৈকত বসু। করোনার সরকারি নিয়ম মেনেই পূজো হবে এবার। থাকছে মাস্ক আর স্যানিটাইজার এর ব্যবস্থা।