কলকাতা ব্যুরো: শিবসেনা নেতা সঞ্জয়ের রাউথের একটি বক্তব্যকে ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজনীতিতে। তিনি বলেন, মহারাষ্ট্রে রাজনৈতিক বিরোধিতা হয় কিন্তু রাজনৈতিক শত্রুতা হয় না। নরেন্দ্র মোদী তো এখনো উদ্ধভ ঠাকরের নেতা। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশের সঙ্গে বৈঠকের পর স্বাভাবিক কারণেই শুরু হয় জল্পনা। তবে কি আবার বিজেপির হাত ধরতে চলেছে শিবসেনা?
এই জল্পনা অবশ্য উড়িয়ে দিয়েছেন ফড়ণবিশ। তিনি বলেন, মহারাষ্ট্র সরকার যেভাবে চলছে এবং কোভিড মোকাবিলায় যে ব্যর্থতার পরিচয় দিয়েছে তা নিয়ে ক্ষুব্ধ মহারাষ্ট্রের মানুষ। এই সরকারকে সহযোগিতার প্রশ্নই ওঠে না। এই সরকারের পতন হবেই। নতুন সরকার গঠনের সময় আমরা অবশ্যই আমরা আলোচনা করবো কিভাবে তা করা যায়।
পরে রাউথ অবশ্য বলেন, বিজেপির হাত ধরার এখনই এমন কোনো সম্ভাবনা নেই। আমি বলেছি, প্রধানমন্ত্রী হিসেবে মোদী তো সবারই নেতা। উদ্ধভ ঠাকরের ও নেতা। আমার ও নেতা।