কলকাতা ব্যুরো: চিনের তিনটি ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা ফেরত না দেওয়ায় এবার তাদের আর্থিক নজরদারির মধ্যে পরলো অনিল আম্বানির সংস্থা। মুকেশ আম্বানির ছোট ভাইয়ের সারা বিশ্বব্যাপী ব্যবসার এবার খতিয়ান নেওয়া শুরু করল চীনের ব্যাংকগুলি। এমনিতেই গত শুক্রবার লন্ডনের আদালত অনিল আম্বানিকে ওই ব্যাঙ্কগুলি থেকে নেওয়া ঋণ এবং তার ওপরে সুদ বাবদ টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।
ব্রিটিশ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রিলায়েন্স গোষ্ঠীর মালিককে চিনের তিনটি ব্যাংক থেকে ঋণ নেওয়া ৭১৬ মিলিয়ন ডলার বা ৫২৭৬ কোটি টাকা এবং মামলার খরচ একইসঙ্গে ফিরিয়ে দিতে হবে। ইউরোপিয়ান কোর্টের আগেই নির্দেশ ছিল ওর সঙ্গেই ৭.৪ কোটি টাকা সুদ বাবদ ফেরাতে হবে ওই ব্যাংকগুলোকে।
কিন্তু এখনো পর্যন্ত সে ব্যাপারে অনিল আম্বানির সংস্থা কোন পদক্ষেপ করেনি। তাই চিনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক ও চায়না ডেভলপমেন্ট ব্যাংক ওই সংস্থার বিরুদ্ধে লন্ডনের আদালতে মামলা দায়ের করেছিল।
অনিল আম্বানির এই ঋণ নিয়ে এর আগে ভারতীয় আদালতেও মামলা হয়েছিল। দিল্লি হাইকোর্ট এ ব্যাপারে তাকে নথি জমা দিতে বলেছিল। এবার লন্ডন হাইকোর্ট সে ব্যাপারে নির্দেশ দেওয়ার পরেও এখনো সেটা পালন না হ হাওয়ায় আগামীতে তার পৃথিবীব্যাপী সম্পত্তি নিয়ে খোঁজখবর শুরু করেছে চিনা ব্যাংক গুলি।