কলকাতা ব্যুরো: কোনমতেই এবছরের সিভিল সার্ভিস পরীক্ষা ৪ অক্টোবর থেকে আর পিছনো সম্ভব নয়। এই মর্মে সোমবার সুপ্রিম কোর্টে নিজেদের বক্তব্য জানালো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্ট মঙ্গলবার এর মধ্যে কেন্দ্রীয় প্রতিষ্ঠানকে নিজেদের বক্তব্য হলফনামা আকারে জানানোর নির্দেশ দিয়েছে। বুধবার মামলাটি শুনবে তিন বিচারপতির বেঞ্চ। এর আগে সিভিল সার্ভিস পরীক্ষা ৩০ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। সেখান থেকেই তা পিছিয়ে ৪ অক্টোবর করা হয়।
যদিও বর্তমান করোনা আবহে এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য মামলা হয়। সুপ্রিম কোর্টে এদিন সেই শুনানিতে ইউপিএসসি জানায়, এই পরীক্ষা আর নতুন করে পিছানো সম্ভব নয়। এর আগে নিট এবং সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষা নিয়েও একই রকম টানাপোড়েন হয়েছিল। কিন্তু বরাবরই সুপ্রিমকোর্ট সেই পরীক্ষা গুলি নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তই সবুজ সংকেত দিয়েছিল।