কলকাতা ব্যুরো: বেআইনি চিহ্নিত করে তড়িঘড়ি যেভাবে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বাংলা সংলগ্ন অফিস ভেঙেছিল, অন্যান্য সব ক্ষেত্রেই কি এভাবেই মুম্বাই পুরসভা তড়িঘড়ি ব্যবস্থা নিয়ে থাকে? নাকি সাংসদ সঞ্জয় রাউত এর সঙ্গে কথা কাটাকাটির পর অভিনেত্রীকে সবক শেখাতে এমন চটজলদি উদ্যোগ?
বোম্বে হাইকোর্টের এমন চোখা চোখা প্রশ্নের আজ জবাব দিতে হবে পুরসভাকে কঙ্গনা রানাউতের দায়ের করা মামলায়। গত কয়েকদিন ধরে শুনানিতে শুধুই সময় নিয়ে গিয়েছে মুম্বাই পুরসভা এবং শিব সেনা মুখপাত্র তথা সাংসদ সঞ্জয় রাউত। এ নিয়েও হাইকোর্ট কটাক্ষ করতে ছাড়েনি। হাইকোর্টের বক্তব্য, যেভাবে তড়িঘড়ি একটা বাড়ি ভাঙার কাজ করলো পুরসভা, সেখানে সে ব্যাপারে জবাব দিতে এত সময় লাগছে কেন! কঙ্গনা রানাউতের দায়ের করার সেই মামলার শুনানি এখন চলছে বোম্বে হাইকোর্টে।