কলকাতা ব্যুরো: প্রবল শ্বাস কষ্ট নিয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা সঞ্জয় দত্ত। শনিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তির পরেই তাঁর করোনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট নেগেটিভ হওয়ায় তাঁকে নন কোভিড বিভাগে ভর্তি রাখা হয়েছে।
বুকে ব্যথা ও শ্বাস কষ্টের জন্য মুন্নাভাইকে অক্সিজেন দেওয়া হচ্ছে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল জানিয়েছে।